চকোলেটে চনমনে নববর্ষ

Last Updated:
পয়লা বলতে নিখাদ বাঙালি বাঙালি আস্বাদ ৷ তাতে লুচি, মাংস, পোলাও, মিষ্টি, দই পুরদমে দখল করে নিয়েছে গোটা মেনু কার্ডটাই ৷ কিন্তু ফিউশন বাঙালির জীবনে এর বাইরেও কিন্তু বিরাট একটা অংশ জুড়ে রয়েছে চকোলেট ৷ যে কোনও উৎসব অনুষ্ঠানে নানা খাবারের মধ্যে দিব্যি সেঁধিয়ে গিয়েছে সে ৷
1/7
পয়লা বলতে নিখাদ বাঙালি বাঙালি আস্বাদ ৷ তাতে লুচি, মাংস, পোলাও, মিষ্টি, দই পুরদমে দখল করে নিয়েছে গোটা মেনু কার্ডটাই ৷ কিন্তু   ফিউশন বাঙালির জীবনে এর বাইরেও কিন্তু বিরাট একটা অংশ জুড়ে রয়েছে চকোলেট ৷ যে কোনও উৎসব অনুষ্ঠানে নানা খাবারের মধ্যে দিব্যি সেঁধিয়ে গিয়েছে সে ৷
পয়লা বলতে নিখাদ বাঙালি বাঙালি আস্বাদ ৷ তাতে লুচি, মাংস, পোলাও, মিষ্টি, দই পুরদমে দখল করে নিয়েছে গোটা মেনু কার্ডটাই ৷ কিন্তু ফিউশন বাঙালির জীবনে এর বাইরেও কিন্তু বিরাট একটা অংশ জুড়ে রয়েছে চকোলেট ৷ যে কোনও উৎসব অনুষ্ঠানে নানা খাবারের মধ্যে দিব্যি সেঁধিয়ে গিয়েছে সে ৷
advertisement
2/7
• মিষ্টি: রসগোল্লা, দই, ল্যাংচা, সন্দেশ যতই বঙ্গ থালায় থাকুক, পাশাপাশি চকোলেট মিষ্টিও এখন যথেষ্ট হিট ৷
• মিষ্টি: রসগোল্লা, দই, ল্যাংচা, সন্দেশ যতই বঙ্গ থালায় থাকুক, পাশাপাশি চকোলেট মিষ্টিও এখন যথেষ্ট হিট ৷
advertisement
3/7
• কেক: বড়দিন মানেই কেকের রেওয়াজ আছে ৷ কিন্তু আজকাল সেই রীতি এসে গড়িয়েছে নববর্ষের চৌকাঠ অবধি ৷ বেশকিছু বহুজাতিক   কেকের দোকানে এখন স্বস্তিক, ঘট আঁকা নববর্ষ থিম চকোলেট কেক কিন্তু দারুণ জনপ্রিয় ৷
• কেক: বড়দিন মানেই কেকের রেওয়াজ আছে ৷ কিন্তু আজকাল সেই রীতি এসে গড়িয়েছে নববর্ষের চৌকাঠ অবধি ৷ বেশকিছু বহুজাতিক কেকের দোকানে এখন স্বস্তিক, ঘট আঁকা নববর্ষ থিম চকোলেট কেক কিন্তু দারুণ জনপ্রিয় ৷
advertisement
4/7
• চকোলেট: চকোলেটপ্রেমীদের কাছে যদিও চকোলেট খাওয়ার জন্য কোনও বিশেষ দিনের দরকার পরে না ৷ তবু নববর্ষের মতো একটা  বিশেষ দিনে কী চকোলেট না হলে চলে?
• চকোলেট: চকোলেটপ্রেমীদের কাছে যদিও চকোলেট খাওয়ার জন্য কোনও বিশেষ দিনের দরকার পরে না ৷ তবু নববর্ষের মতো একটা বিশেষ দিনে কী চকোলেট না হলে চলে?
advertisement
5/7
• কুকিজ: নববর্ষের দিন ঘরে অতিথিদের আসার কথা? কী খেতে দেবেন বুঝতে পারছেন না? চকোলেট কুকিজ কিন্তু আপনার এই সমস্যার  সমাধান করতে পারে ৷
• কুকিজ: নববর্ষের দিন ঘরে অতিথিদের আসার কথা? কী খেতে দেবেন বুঝতে পারছেন না? চকোলেট কুকিজ কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারে ৷
advertisement
6/7
• আইসক্রিম: নববর্ষের ভূড়িভোজের পর একটি আইসক্রিম না হলে চলে? পয়লার মেনুতে তাই থাকুক চকোলেট আইসক্রিমও ৷
• আইসক্রিম: নববর্ষের ভূড়িভোজের পর একটি আইসক্রিম না হলে চলে? পয়লার মেনুতে তাই থাকুক চকোলেট আইসক্রিমও ৷
advertisement
7/7
• স্মুদি: গরম মানেই ঠাণ্ডা পানীয় ৷ আর নববর্ষের অতিথিদের জন্য চকোলেট স্মুদির থেকে ভাল আর কী হতে পারে?
• স্মুদি: গরম মানেই ঠাণ্ডা পানীয় ৷ আর নববর্ষের অতিথিদের জন্য চকোলেট স্মুদির থেকে ভাল আর কী হতে পারে?
advertisement
advertisement
advertisement