Snake Prevention Tips: ১ চিমটে ছাইয়ে পালাবে বিষধর সাপ! সরষের তেলে ‘এই’ গুঁড়ো মিশিয়ে ছেটালেই আপনার কাছে ঘেঁষবে না নাগনাগিনী! ইউ টার্ন নেবে!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Snake Prevention Home Remedies: বছরের পর বছর ধরে, সেখানকার লোকেরা কিছু দেশীয় প্রতিকার এবং ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবহার করে তাদের বাড়ির কাছে আসতে সাপ আসতে দেয় না। এগুলো কী, তা জেনে নেওয়া যাক।
বর্ষাকাল এক দিকে যেখানে সবুজ ও শীতলতা নিয়ে আসে, অন্য দিকে, এই ঋতু আবার তার সঙ্গে অনেক বিপদও বয়ে আনে। বৃষ্টি হলেই পোকামাকড়, ব্যাঙ এবং বিশেষ করে সাপের আনাগোনা হঠাৎ বেড়ে যায়। কিন্তু, একবার ভেবে দেখা উচিত, যে সব গ্রামে মাটির ঘর এবং খোলা পরিবেশ চার দিকে, সেখানে মানুষ কীভাবে এই মারাত্মক প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুকনো লঙ্কা এবং লবণের ধোঁয়া: গ্রামাঞ্চলে, বিশেষ করে বর্ষাকালে, শুকনো লাল লঙ্কা এবং মোটা লবণ পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হয়। এই ধোঁয়ার তীব্র গন্ধে কেবল সাপই নয়, ইঁদুরও পালিয়ে যায়। তবে, এসব করার সময়ে হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে যখন কেউ লঙ্কা বা ছাই ব্যবহার করবেন।