Snake in House: বর্ষায় বারবার ঘরে ঢুকছে সাপ! কার্বলিক অ্যাসিড নয়, ঘরের এই মামুলি জিনিসগুলি দিয়ে বানান স্নেক ফ্রি জোন...

Last Updated:
Snake in House: বর্ষায় সাপদের ঘরে প্রবেশ রুখতে চাইলে মেনে চলুন কয়েকটি ঘরোয়া টিপস। অতি সাধারণ কিছু জিনিস ব্যবহার করে আপনি সহজেই আপনার ঘরকে 'স্নেক ফ্রি জোন' বানাতে পারেন। বিস্তারিত জানুন...
1/8
বর্ষা এলেই যেমন প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনই কিছু অনাকাঙ্ক্ষিত অতিথিও আশ্রয়ের খোঁজে মানুষের ঘরে প্রবেশ করে—যেমন সাপ। বিশেষ করে রাজস্থানের বারোমেড়, জয়সলমেরের মতো পশ্চিমাঞ্চলে এই সমস্যা বেশি দেখা যায়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই বর্ষায় সাপদের প্রবেশ ঠেকানো সম্ভব।
বর্ষা এলেই যেমন প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনই কিছু অনাকাঙ্ক্ষিত অতিথিও আশ্রয়ের খোঁজে মানুষের ঘরে প্রবেশ করে—যেমন সাপ। বিশেষ করে রাজস্থানের বারোমেড়, জয়সলমেরের মতো পশ্চিমাঞ্চলে এই সমস্যা বেশি দেখা যায়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই বর্ষায় সাপদের প্রবেশ ঠেকানো সম্ভব।
advertisement
2/8
গ্রামাঞ্চলে অনেক আগে থেকেই বাড়ির চারপাশে গোবরের লেপ দেওয়া এবং মেঝেতে ছাই ছড়িয়ে রাখার রীতি প্রচলিত। সাপেরা এই ধরনের পিচ্ছিল বা গন্ধযুক্ত মাটিতে চলাফেরা করতে পছন্দ করে না। এই উপায়ে শুধু সাপ নয়, অনেক কীটপতঙ্গও ঘরে প্রবেশ করে না।
গ্রামাঞ্চলে অনেক আগে থেকেই বাড়ির চারপাশে গোবরের লেপ দেওয়া এবং মেঝেতে ছাই ছড়িয়ে রাখার রীতি প্রচলিত। সাপেরা এই ধরনের পিচ্ছিল বা গন্ধযুক্ত মাটিতে চলাফেরা করতে পছন্দ করে না। এই উপায়ে শুধু সাপ নয়, অনেক কীটপতঙ্গও ঘরে প্রবেশ করে না।
advertisement
3/8
গ্রামে আরও একটি প্রচলিত কৌশল হল ঘরের কোণে ও দরজার পাশে নিমপাতা ও ২-৩টি মাচিসের কাঠি রেখে দেওয়া। নিমের তীব্র গন্ধ এবং মাচিসের ফসফরাস সাপদের দূরে রাখে। এটি একটি সহজ, সুলভ এবং কার্যকর পদ্ধতি।
গ্রামে আরও একটি প্রচলিত কৌশল হল ঘরের কোণে ও দরজার পাশে নিমপাতা ও ২-৩টি মাচিসের কাঠি রেখে দেওয়া। নিমের তীব্র গন্ধ এবং মাচিসের ফসফরাস সাপদের দূরে রাখে। এটি একটি সহজ, সুলভ এবং কার্যকর পদ্ধতি।
advertisement
4/8
ফিটকরি গুঁড়ো করে জল মিশিয়ে সেই তরলটি ঘরের চারপাশে ও জানালা-দরজার বাইরে ছিটিয়ে দিলে, এর গন্ধ সাপদের তাড়ায়। একইভাবে ন্যাফথলিন বল ব্যবহার করলেও কাজ হয়, যা শুধু সাপ নয় অন্যান্য পোকামাকড় থেকেও রক্ষা করে।
ফিটকরি গুঁড়ো করে জল মিশিয়ে সেই তরলটি ঘরের চারপাশে ও জানালা-দরজার বাইরে ছিটিয়ে দিলে, এর গন্ধ সাপদের তাড়ায়। একইভাবে ন্যাফথলিন বল ব্যবহার করলেও কাজ হয়, যা শুধু সাপ নয় অন্যান্য পোকামাকড় থেকেও রক্ষা করে।
advertisement
5/8
পেঁয়াজ ও রসুন—এই দুটি রান্নাঘরের জরুরি উপাদান—বর্ষাকালে সাপ তাড়াতে দারুণ কার্যকর। এতে থাকা সালফোনিক অ্যাসিডের গন্ধ সাপ সহ্য করতে পারে না। পেঁয়াজ বা রসুন কেটে ঘরের কোণে রাখলে সাপ ঢোকার সম্ভাবনা কমে যায়।
পেঁয়াজ ও রসুন—এই দুটি রান্নাঘরের জরুরি উপাদান—বর্ষাকালে সাপ তাড়াতে দারুণ কার্যকর। এতে থাকা সালফোনিক অ্যাসিডের গন্ধ সাপ সহ্য করতে পারে না। পেঁয়াজ বা রসুন কেটে ঘরের কোণে রাখলে সাপ ঢোকার সম্ভাবনা কমে যায়।
advertisement
6/8
চাইলে এই উপাদানগুলোর পেস্ট তৈরি করে জল মিশিয়ে স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়। এমন স্প্রে ঘরের চারপাশে করলে সাপেরা গন্ধ পেয়ে কাছে ঘেঁষে না। এটি প্রাকৃতিক এবং সাশ্রয়ী প্রতিরক্ষামূলক উপায়।
চাইলে এই উপাদানগুলোর পেস্ট তৈরি করে জল মিশিয়ে স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়। এমন স্প্রে ঘরের চারপাশে করলে সাপেরা গন্ধ পেয়ে কাছে ঘেঁষে না। এটি প্রাকৃতিক এবং সাশ্রয়ী প্রতিরক্ষামূলক উপায়।
advertisement
7/8
দারচিনি ও লবঙ্গের গন্ধও সাপদের অপছন্দ। রুইয়ের মধ্যে এই দুটি উপাদান ভিজিয়ে ঘরের কোণায় রাখলে শুধুমাত্র সাপ নয়, অন্যান্য পোকামাকড়ও দূরে থাকে। এটি শহর-গ্রামের উভয় পরিবেশেই প্রযোজ্য।
দারচিনি ও লবঙ্গের গন্ধও সাপদের অপছন্দ। রুইয়ের মধ্যে এই দুটি উপাদান ভিজিয়ে ঘরের কোণায় রাখলে শুধুমাত্র সাপ নয়, অন্যান্য পোকামাকড়ও দূরে থাকে। এটি শহর-গ্রামের উভয় পরিবেশেই প্রযোজ্য।
advertisement
8/8
এই ঘরোয়া উপায়গুলোর মাধ্যমে বর্ষাকালে বাড়িকে
এই ঘরোয়া উপায়গুলোর মাধ্যমে বর্ষাকালে বাড়িকে "স্নেক-ফ্রি জোন" বা সাপমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায়। সুতরাং বর্ষার দিনে একটু বাড়তি সতর্কতা নিলেই সাপের ভয় ছাড়াই পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো সম্ভব।
advertisement
advertisement
advertisement