Slap Therapy: ত্বকের সৌন্দর্য বাড়াতে থাপ্পড়! ঝলমলে মসৃণ ত্বক পাওয়ার 'ম্যাজিক ফর্মুলা' জেনে নিন আজই

Last Updated:
কোরিয়ান নারীরা ছোট থেকেই এই থেরাপি (Skin Care Tips) ব্যবহার করা শুরু করেন। যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল থাকে। নারী ছাড়াও দক্ষিণ আফ্রিকার পুরুষরাও এ থেরাপি (Slap Therapy) ব্যবহার করেন।
1/6
ঝকঝকে ত্বক আর সুন্দর চুল! এই দুটির প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ত্বকের সৌন্দর্যের জন্য নানা ধরণের রূপচর্চার (Skin Care Tips) ও বিভিন্ন টোটকা ব্যবহার করেন অনেকে। এর মধ্যে একটি পদ্ধতি থাপ্পড় থেরাপি! বিষয়টি অবাক করার মত হলেও সত্যি যে সৌন্দর্য বাড়ানোর জন্য বিশ্বে থাপ্পড় (Slap Therapy) থেরাপির মতো অদ্ভুত থেরাপিও প্রচলিত আছে। কিন্তু জানেন কি দক্ষিণ কোরিয়ায় একটি অত্যন্ত জনপ্রিয় দেশীয় ত্বক পরিচর্যার মোক্ষম টোটকা হল থাপ্পড় থেরাপি।
ঝকঝকে ত্বক আর সুন্দর চুল! এই দুটির প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ত্বকের সৌন্দর্যের জন্য নানা ধরণের রূপচর্চার (Skin Care Tips) ও বিভিন্ন টোটকা ব্যবহার করেন অনেকে। এর মধ্যে একটি পদ্ধতি থাপ্পড় থেরাপি! বিষয়টি অবাক করার মত হলেও সত্যি যে সৌন্দর্য বাড়ানোর জন্য বিশ্বে থাপ্পড় (Slap Therapy) থেরাপির মতো অদ্ভুত থেরাপিও প্রচলিত আছে। কিন্তু জানেন কি দক্ষিণ কোরিয়ায় একটি অত্যন্ত জনপ্রিয় দেশীয় ত্বক পরিচর্যার মোক্ষম টোটকা হল থাপ্পড় থেরাপি।
advertisement
2/6
শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করছেন সেখানকার মেয়েরা। সৌন্দর্য বাড়াতে প্রতিদিন নিজেদের গালে ৫০টি চড় (Slap Therapy) মারেন দক্ষিণ কোরিয়ার নারীরা। এটা বিশ্বাস করা হয় যে এ থেরাপি ত্বকের চেকনাই বাড়ায় কয়েক গুণ (Skin Care Tips)। ফলে নাকি নারীরা আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠেন।
শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করছেন সেখানকার মেয়েরা। সৌন্দর্য বাড়াতে প্রতিদিন নিজেদের গালে ৫০টি চড় (Slap Therapy) মারেন দক্ষিণ কোরিয়ার নারীরা। এটা বিশ্বাস করা হয় যে এ থেরাপি ত্বকের চেকনাই বাড়ায় কয়েক গুণ (Skin Care Tips)। ফলে নাকি নারীরা আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠেন।
advertisement
3/6
তবে থাপ্পড় থেরাপির অর্থ এটা নয় যে কাউকে খুব জোরে চড় মারতে হবে। খুব আরামে এবং হালকা হাতে গালে চড় মারে। নারীরা তাদের নিজের হাতেই এ থেরাপি (Skin Care Tips) ব্যবহার করতে পারেন।
তবে থাপ্পড় থেরাপির অর্থ এটা নয় যে কাউকে খুব জোরে চড় মারতে হবে। খুব আরামে এবং হালকা হাতে গালে চড় মারে। নারীরা তাদের নিজের হাতেই এ থেরাপি (Skin Care Tips) ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
যদিও এ থেরাপি প্রাচীনকাল থেকে দক্ষিণ কোরিয়ায়(Korean Therapy) প্রচলিত, কিন্তু ধীরে ধীরে থেরাপিটি (Slap Therapy) সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। পদ্ধতি অনুযায়ী, উভয় গালে তীক্ষ্ণভাবে নিজের হাত দিয়ে চাপ দিতে হবে।
যদিও এ থেরাপি প্রাচীনকাল থেকে দক্ষিণ কোরিয়ায়(Korean Therapy) প্রচলিত, কিন্তু ধীরে ধীরে থেরাপিটি (Slap Therapy) সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। পদ্ধতি অনুযায়ী, উভয় গালে তীক্ষ্ণভাবে নিজের হাত দিয়ে চাপ দিতে হবে।
advertisement
5/6
বিশেষজ্ঞরা কিন্তু এর উপকারিতা মোটেই উড়িয়ে দিচ্ছেন না। আসলে এই থেরাপি হিসেবে গালে হালকা থাপ্পড় (Slap Therapy) দেওয়া হলে মুখের প্রতিটি অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়। যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। থাপ্পড়ের কারণে মুখে রক্ত সঞ্চালন সতেজভাবে হয়। এতে মুখ উজ্জ্বল হয়। এমনটা বিশ্বাস করে দক্ষিণ কোরিয়ার মানুষ। তাই দক্ষিণ কোরিয়ার নারীরা প্রতিদিন এ থেরাপি ব্যবহার করেন।
বিশেষজ্ঞরা কিন্তু এর উপকারিতা মোটেই উড়িয়ে দিচ্ছেন না। আসলে এই থেরাপি হিসেবে গালে হালকা থাপ্পড় (Slap Therapy) দেওয়া হলে মুখের প্রতিটি অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়। যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। থাপ্পড়ের কারণে মুখে রক্ত সঞ্চালন সতেজভাবে হয়। এতে মুখ উজ্জ্বল হয়। এমনটা বিশ্বাস করে দক্ষিণ কোরিয়ার মানুষ। তাই দক্ষিণ কোরিয়ার নারীরা প্রতিদিন এ থেরাপি ব্যবহার করেন।
advertisement
6/6
কোরিয়ান নারীরা ছোট থেকেই এই থেরাপি (Skin Care Tips) ব্যবহার করা শুরু করেন। যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল থাকে। নারী ছাড়াও দক্ষিণ আফ্রিকার পুরুষরাও এ থেরাপি (Slap Therapy) ব্যবহার করেন। কোরিয়ার মানুষ বিশ্বাস করেন, থেরাপিটি সঠিকভাবে ব্যবহার করা গেলে ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখা যায়। তাই অ্যান্টি-এজিং থেরাপি হিসেবেও এটি বেশ পরিচিত।
কোরিয়ান নারীরা ছোট থেকেই এই থেরাপি (Skin Care Tips) ব্যবহার করা শুরু করেন। যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল থাকে। নারী ছাড়াও দক্ষিণ আফ্রিকার পুরুষরাও এ থেরাপি (Slap Therapy) ব্যবহার করেন। কোরিয়ার মানুষ বিশ্বাস করেন, থেরাপিটি সঠিকভাবে ব্যবহার করা গেলে ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখা যায়। তাই অ্যান্টি-এজিং থেরাপি হিসেবেও এটি বেশ পরিচিত।
advertisement
advertisement
advertisement