Skincare Tips after Sindurkhela: সিঁদুরখেলার পর গালে র‌্যাশ? ত্বকের যত্ন নিন এই সহজ ঘরোয়া টোটকায়

Last Updated:
Skincare Tips after Sindurkhela: সিঁদুরখেলার পর কিন্তু ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন
1/10
দশমীসন্ধ্যার অন্যতম আকর্ষণ সিঁদুরখেলা। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছেয়ে গিয়েছে রাঙা টুকটুকে মুখের ছবিতে।
দশমীসন্ধ্যার অন্যতম আকর্ষণ সিঁদুরখেলা। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছেয়ে গিয়েছে রাঙা টুকটুকে মুখের ছবিতে।
advertisement
2/10
সিঁদুরখেলার পর কিন্তু ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কারণ সিঁদুর তৈরি করার সময় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়।
সিঁদুরখেলার পর কিন্তু ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কারণ সিঁদুর তৈরি করার সময় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়।
advertisement
3/10
ভেষজ সিঁদুরে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কিন্তু ভেষজ সিঁদুর ব্যবহার না করলে বাড়তি সতর্কতা ও ত্বকের যত্ন নিতে হবে।
ভেষজ সিঁদুরে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কিন্তু ভেষজ সিঁদুর ব্যবহার না করলে বাড়তি সতর্কতা ও ত্বকের যত্ন নিতে হবে।
advertisement
4/10
সিঁদুরখেলার পর পরই ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধোবেন না।
সিঁদুরখেলার পর পরই ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধোবেন না।
advertisement
5/10
প্রথমে সিঁদুরমাখা মুখ ক্লেঞ্জিং মিল্ক বা মেকওভার রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন।
প্রথমে সিঁদুরমাখা মুখ ক্লেঞ্জিং মিল্ক বা মেকওভার রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন।
advertisement
6/10
যদি ত্বক শুষ্ক হয় তাহলে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
যদি ত্বক শুষ্ক হয় তাহলে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
advertisement
7/10
একাধিক পরিষ্কার কটনপ্যাড ব্যবহার করে সিঁদুর-সহ মেক আপ তুলে ফেলার পর এ বার মুখ ধুয়ে নিন ফেসওয়াশে। তার পর লাগান ময়শ্চারাইজার।
একাধিক পরিষ্কার কটনপ্যাড ব্যবহার করে সিঁদুর-সহ মেক আপ তুলে ফেলার পর এ বার মুখ ধুয়ে নিন ফেসওয়াশে। তার পর লাগান ময়শ্চারাইজার।
advertisement
8/10
যদি সিঁদুরখেলার পরও ত্বকে লালভাব বা সংক্রমণ থাকে তবে ত্বকের ধরন অনুযায়ী ফেসমাস্ক ব্যবহার করুন। ত্বকের শুষ্কতা আটকাতে ময়শ্চারাইজার দেওয়া প্রয়োজনীয়।
যদি সিঁদুরখেলার পরও ত্বকে লালভাব বা সংক্রমণ থাকে তবে ত্বকের ধরন অনুযায়ী ফেসমাস্ক ব্যবহার করুন। ত্বকের শুষ্কতা আটকাতে ময়শ্চারাইজার দেওয়া প্রয়োজনীয়।
advertisement
9/10
প্রদাহ কমাতে ত্বকে দিতে পারেন অ্যালোভেরা জেল বা শশার রস। এতে ত্বকে আসবে শীতল স্পর্শ। কমবে সমস্যাও।
প্রদাহ কমাতে ত্বকে দিতে পারেন অ্যালোভেরা জেল বা শশার রস। এতে ত্বকে আসবে শীতল স্পর্শ। কমবে সমস্যাও।
advertisement
10/10
ঘরোয়া টোটকায় সমস্যা লাঘব না হলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ঘরোয়া টোটকায় সমস্যা লাঘব না হলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement