Skin Tan Removal Tips: গরমে 'ট্যান' হয়ে ত্বকের দফারফা! ৫ উপায়ে বিনাখরচে জাস্ট 'ভ্যানিশ'! মাখনের মতো ঝলমলে স্কিন, ৫ মিনিটে হাতেনাতে ফল
- Published by:Shubhagata Dey
Last Updated:
Skin Tan Removal Tips: ঘরোয়া প্যাক আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে। এই বাড়িতে তৈরি ট্যান রিমুভাল প্যাকের সমস্ত উপাদান প্রাকৃতিক। এটি গরমে ত্বককে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে।
*বৃষ্টি হলেও গরম কমছে না। বর্ষার বৃষ্টি শুরু হলে তবেই দাবদাহ থেকে মুক্তি মিলবে। তবে ততক্ষণ পর্যন্ত, আপনি যদি এই দাবদাহে হওয়া ত্বকের ট্যান থেকে মুক্তি চান, তাহলে কয়েকটি টিপস রইল আপনার জন্য। যদি আপনার ত্বক সূর্যের তাপে উজ্জ্বলতা হারায়, তবে আপনি বাড়িতেই ট্যান রিমুভাল প্যাক তৈরি করে নিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
*এই ঘরোয়া প্যাক আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে। এই বাড়িতে তৈরি ট্যান রিমুভাল প্যাকের সমস্ত উপাদান প্রাকৃতিক। এটি গরমে ত্বককে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। গরমে সূর্যের তাপে ত্বকে ট্যান সৃষ্টি করে। এই ঘরোয়া প্রতিকারগুলি বাজারে উপলব্ধ ট্যান অপসারণ পণ্যগুলির চেয়ে সর্বদা বেশি কার্যকর। সংগৃহীত ছবি।
advertisement
*গরমে ট্যান কমানোর ৩টি সহজ উপায়, পার্থক্য চোখে পড়বে কিছুক্ষণেই। হলুদ ও দইয়ের ফেস প্যাক খুবই উপকারি। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে স্বাস্থ্যকর করে তোলে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মৃত কোষ অপসারণে সহায়তা করে। ১ চা চামচ হলুদ ও ২ চা চামচ দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর এই প্যাকটি ধুয়ে ফেলুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement