Skin care tips: সামনেই বিয়ে? ব্রনর জন্য মাটি হবে সাজ! জানুন ঝকঝকে ত্বক পেতে কী করবেন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Skin care tips: ব্রন এড়াতে বিয়ের আগে এই মরসুমে কী কী বিষয়ে যত্ন নেওয়া উচিত জেনে নেওয়া যাক এক এক করে!
বিয়ের মরসুম যথারীতি শুরু হয়ে গিয়েছে। গ্রীষ্মকাল পেরিয়ে শীতের শুরু বিয়ের জন্য একেবারে পারফেক্ট। তবে এ সময়ে আনন্দের পাশাপাশি আমাদের ত্বকে নানা ধরনের সমস্যাও দেখা যায়। সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট এবং মেক আপ প্রোডাক্টের ব্যবহার কিন্তু আমাদের বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে পারে। অন্যথায় বিয়ের আগে ত্বকের নানান সমস্যায় পড়তে হতে পারে। যেমন ব্রন-প্রবণ ত্বক। ব্রন এড়াতে বিয়ের আগে এই মরসুমে কী কী বিষয়ে যত্ন নেওয়া উচিত জেনে নেওয়া যাক এক এক করে!
advertisement
১. ত্বক পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ- ব্রন-প্রবণ ত্বকের জন্য দিনে অন্তত দুইবার ত্বক পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আসলে ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে, মুখ থেকে অতিরিক্ত সিবাম এবং অন্যান্য ময়লা দূর করে। তবে সর্বদাই মৃদু এবং প্রাকৃতিক উপাদান সহ একটি হালকা ক্লিনজিং লোশন ব্যবহার করা উচিত।
advertisement
৩. জেল-ভিত্তিক সানস্ক্রিন ব্যবহার- ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ত্বককে সূর্য এবং দূষণকারী রশ্মি থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমাদের ত্বক ব্রন-প্রবণ হয় তখন ক্রিমের টেক্সচার কেমন হবে? সে ক্ষেত্রে জেল-ভিত্তিক সানস্ক্রিন ত্বকে কোনও অতিরিক্ত ওজন না বাড়িয়েই আমাদের ত্বককে সমানভাবে মসৃণ রাখবে।
advertisement
advertisement
advertisement
advertisement