Skin Care: ভুলেও ফেলবেন না গ্রিন টি'র পাতা! রোজ ব্যবহারে ৫০-এও টানটান ত্বক! শুধু জানুন কীভাবে মাখবেন, ৭ দিনে জেল্লাদার মুখ

Last Updated:
Skin Care Tips: ত্বকের যত্নে গ্রিন টি ভীষণ উপকারী। এই গ্রিন টিতে রয়েছে  অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি ত্বকে  ময়শ্চারাইজিং প্রভাব আনতেও সাহায্য করে।
1/6
*স্লিম হতে গ্রিন টি তো খাচ্ছেন? কিন্তু শুধু খেলেই হবে! এবার মুখেও লাগাতে হবে।অনেকেই হয়তো জানেন না, গ্রিন টি ত্বকের ক্ষেত্রে খুব ভাল একটি উপকরণ। ত্বকের যত্নের জন্য 'গ্রিন টি' ব্যবহার করলে কী কী উপকার পাবেন। সংগৃহীত ছবি। 
*স্লিম হতে গ্রিন টি তো খাচ্ছেন? কিন্তু শুধু খেলেই হবে! এবার মুখেও লাগাতে হবে।অনেকেই হয়তো জানেন না, গ্রিন টি ত্বকের ক্ষেত্রে খুব ভাল একটি উপকরণ। ত্বকের যত্নের জন্য 'গ্রিন টি' ব্যবহার করলে কী কী উপকার পাবেন। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*বিশিষ্ট বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ত্বকের যত্নে গ্রিন টি ভীষণ উপকারী। এই গ্রিন টিতে রয়েছে  অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি ত্বকে  ময়শ্চারাইজিং প্রভাব আনতেও সাহায্য করে। সংগৃহীত ছবি। 
*বিশিষ্ট বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ত্বকের যত্নে গ্রিন টি ভীষণ উপকারী। এই গ্রিন টিতে রয়েছে  অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি ত্বকে  ময়শ্চারাইজিং প্রভাব আনতেও সাহায্য করে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*চায়ের কাপে ফেলে রাখা গ্রিন টী মুখে লাগালে অপনার বয়সের ছাপ এবং বলিরেখা কমাতে পারে। এটি একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা ব্রণ এবং ত্বকের ছিদ্র খুলে দেওয়ার জন্য আদর্শ। সংগৃহীত ছবি। 
*চায়ের কাপে ফেলে রাখা গ্রিন টী মুখে লাগালে অপনার বয়সের ছাপ এবং বলিরেখা কমাতে পারে। এটি একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা ব্রণ এবং ত্বকের ছিদ্র খুলে দেওয়ার জন্য আদর্শ। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*গ্রিন টি ভিটামিন বি ২ এবং ভিটামিন ই পূর্ণ এটি, উভয়ই ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।এটি প্রাকৃতিক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যার মানে আপনি এটি আপনার মুখে প্রয়োগ করে পরিষ্কার এবং মসৃণ ত্বক পাবেন। সংগৃহীত ছবি। 
*গ্রিন টি ভিটামিন বি ২ এবং ভিটামিন ই পূর্ণ এটি, উভয়ই ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এটি প্রাকৃতিক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যার মানে আপনি এটি আপনার মুখে প্রয়োগ করে পরিষ্কার এবং মসৃণ ত্বক পাবেন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*কীভাবে লাগাবেন: ১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ গ্রিন টি ইনফিউশন ব্যবহার করুন। ভাল করে মিশিয়ে নিন। আপনার ঘাড়ে ও মুখের ত্বকে এটি প্রয়োগ করুন। এবার এটি দিয়ে সারা মুখে ও ঘাড়ে ২ মিনিট মাসাজ করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। এ গ্রিন টি বাজার থেকে কিনে আনা স্ক্রাবারের থেকে অনেক ভাল কাজ করবে। ত্বকের মৃত কোষ, ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। সংগৃহীত ছবি। 
*কীভাবে লাগাবেন: ১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ গ্রিন টি ইনফিউশন ব্যবহার করুন। ভাল করে মিশিয়ে নিন। আপনার ঘাড়ে ও মুখের ত্বকে এটি প্রয়োগ করুন। এবার এটি দিয়ে সারা মুখে ও ঘাড়ে ২ মিনিট মাসাজ করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। এ গ্রিন টি বাজার থেকে কিনে আনা স্ক্রাবারের থেকে অনেক ভাল কাজ করবে। ত্বকের মৃত কোষ, ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*রোজ গ্রিন টি মুখে লাগালে আপনার মুখের নোংরা ময়লা দূর হয়ে যাবে এবং ত্বক থাকবে টানটান ও উজ্জ্বল। সংগৃহীত ছবি।
*রোজ গ্রিন টি মুখে লাগালে আপনার মুখের নোংরা ময়লা দূর হয়ে যাবে এবং ত্বক থাকবে টানটান ও উজ্জ্বল। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement