Skin Care: ভুলেও ফেলবেন না গ্রিন টি'র পাতা! রোজ ব্যবহারে ৫০-এও টানটান ত্বক! শুধু জানুন কীভাবে মাখবেন, ৭ দিনে জেল্লাদার মুখ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Skin Care Tips: ত্বকের যত্নে গ্রিন টি ভীষণ উপকারী। এই গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি ত্বকে ময়শ্চারাইজিং প্রভাব আনতেও সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
*কীভাবে লাগাবেন: ১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ গ্রিন টি ইনফিউশন ব্যবহার করুন। ভাল করে মিশিয়ে নিন। আপনার ঘাড়ে ও মুখের ত্বকে এটি প্রয়োগ করুন। এবার এটি দিয়ে সারা মুখে ও ঘাড়ে ২ মিনিট মাসাজ করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। এ গ্রিন টি বাজার থেকে কিনে আনা স্ক্রাবারের থেকে অনেক ভাল কাজ করবে। ত্বকের মৃত কোষ, ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। সংগৃহীত ছবি।
advertisement