রোদে পুড়ে ত্বক কালচে? রান্নাঘরের এই 'কাঁচা' জিনিস লাগান... ঝকঝক করবে মুখ, ট্যান থেকে মুক্তি!
- Published by:Tias Banerjee
Last Updated:
প্রাকৃতিক এই উপাদান এটি শুধু ত্বককে ট্যানমুক্ত রাখে না, বরং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে, ময়শ্চারাইজ করে এবং বলিরেখার মতো বয়সের ছাপও কমায়।
গ্রীষ্মকালে রোদের তীব্রতায় ত্বকের উপর পড়ে সবচেয়ে বেশি প্রভাব। রাস্তায় বেরোলেই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পড়ে মুখের ত্বকে, ফলে দেখা দেয় ট্যান, জ্বালা, র‍্যাশ, এমনকি সানবার্ন। অনেকেই এর থেকে বাঁচতে নামী-দামি ক্রিম বা সিরাম ব্যবহার করেন, কিন্তু ঘরোয়া কিছু উপাদানও দিতে পারে দারুণ ফল। (Representative Image: AI)
advertisement
রোদের তীব্রতায় সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। ট্যান, র্যাশ, চুলকানি, ফুসকুড়ি—এই সব সমস্যার থেকে মুক্তি দিতে পারে সহজ এই উপাদানটি। বাজারচলতি দামি প্রোডাক্টের বদলে একবার ব্যবহার করে দেখুন। এর মধ্যেই আছে ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা ত্বককে ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
**ব্যবহারের নিয়ম** * কাঁচা দুধ একটি তুলোর বলে নিয়ে মুখে, ঘাড়ে, হাতেও লাগাতে পারেন। * অন্তত ১৫–২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। * ইচ্ছে হলে রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রাকৃতিক যত্নে আগ্রহী হলে কাঁচা দুধ হতে পারে আপনার স্কিনকেয়ারের বেস্ট ফ্রেন্ড! (Representative Image: AI)