Heat Rash Home Remedies: ঘামাচি, চর্মরোগে অতিষ্ঠ? এই প্রলেপেই কমবে অসহ্য জ্বলুনি, পাবেন আরাম

Last Updated:
Heat Rash Home Remedies: গরমে ক্লান্তির সঙ্গে কাহিল করে দেয় নানারকম সংক্রমণ। তার মধ্যে ত্বকের সংক্রমণ খুবই কষ্টকর। ঘামাচি, চুলকানি-সহ একাধিক রকমের সংক্রমণ এ সময় বাসা বাঁধে ত্বকে। এই ধরনের চর্মরোগের কষ্ট বাড়ে গরমের দাবদাহে।
1/8
গরমে ক্লান্তির সঙ্গে কাহিল করে দেয় নানারকম সংক্রমণ। তার মধ্যে ত্বকের সংক্রমণ খুবই কষ্টকর।
গরমে ক্লান্তির সঙ্গে কাহিল করে দেয় নানারকম সংক্রমণ। তার মধ্যে ত্বকের সংক্রমণ খুবই কষ্টকর।
advertisement
2/8
ঘামাচি, চুলকানি-সহ একাধিক রকমের সংক্রমণ এ সময় বাসা বাঁধে ত্বকে। এই ধরনের চর্মরোগের কষ্ট বাড়ে গরমের দাবদাহে।
ঘামাচি, চুলকানি-সহ একাধিক রকমের সংক্রমণ এ সময় বাসা বাঁধে ত্বকে। এই ধরনের চর্মরোগের কষ্ট বাড়ে গরমের দাবদাহে।
advertisement
3/8
বাচ্চাদের এই ধরনের ত্বক সংক্রমণে উপশম কী, সে বিষয়ে বলেছেন ডাক্তার শন্মুগম। একাধিক উপায় তিনি বলেছেন কী করে সংক্রমণ থেকে দূরে থাকা যায়।
বাচ্চাদের এই ধরনের ত্বক সংক্রমণে উপশম কী, সে বিষয়ে বলেছেন ডাক্তার শন্মুগম। একাধিক উপায় তিনি বলেছেন কী করে সংক্রমণ থেকে দূরে থাকা যায়।
advertisement
4/8
 গরমে শিশুদের অবশ্যই সুতির পোশাক পরান। কারণ সুতির পোশাক পরলে ঘাম খুবই কম হয়।
গরমে শিশুদের অবশ্যই সুতির পোশাক পরান। কারণ সুতির পোশাক পরলে ঘাম খুবই কম হয়।
advertisement
5/8
মূত্রনালী সংক্রমণ থেকে মুক্তি পেতে ডায়েটে বেশি করে রাখুন ডাবের জল, ছাঁচ, ফলের রস। ডাক্তারের পরামর্শ নিয়ে ঘাম আটকাতে ব্যবহার করুন অ্যান্টিফাঙ্গাল ট্যালকম পাউডার।
মূত্রনালী সংক্রমণ থেকে মুক্তি পেতে ডায়েটে বেশি করে রাখুন ডাবের জল, ছাঁচ, ফলের রস। ডাক্তারের পরামর্শ নিয়ে ঘাম আটকাতে ব্যবহার করুন অ্যান্টিফাঙ্গাল ট্যালকম পাউডার।
advertisement
6/8
তবে ট্যালকম পাউডার ব্যবহার করুন শুধু রাতে। সাবান ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।
তবে ট্যালকম পাউডার ব্যবহার করুন শুধু রাতে। সাবান ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।
advertisement
7/8
বেসন এবং হলুদের পেস্ট বানিয়ে প্রলেপ দিতে পারেন ত্বকের সংক্রমণে। স্নানের আগে দিতে পারেন চন্দনের প্রলেপও।
বেসন এবং হলুদের পেস্ট বানিয়ে প্রলেপ দিতে পারেন ত্বকের সংক্রমণে। স্নানের আগে দিতে পারেন চন্দনের প্রলেপও।
advertisement
8/8
ফটকিরির গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করুন পেস্ট। তার পর সংক্রমিত ত্বকে দিন সেই প্রলেপ। সংক্রমিত ত্বক সেরে উঠবে দ্রুত।
ফটকিরির গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করুন পেস্ট। তার পর সংক্রমিত ত্বকে দিন সেই প্রলেপ। সংক্রমিত ত্বক সেরে উঠবে দ্রুত।
advertisement
advertisement
advertisement