নিরামিষে অনীহা? স্বাদের ‘Sizzfire’-এ মন মাতবেই, এমন সিজলারের প্ল্যাটার আগে কখনও চাখেননি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সারবাঁধা কাচের জানলা আর লাল আরামদায়ক চেয়ার- একেবারে ছিমছিমে এক আবেদনে সেজেছে কলকাতার মিন্টো পার্কের সিজফায়ার। যা চোখ এবং মন দুটোকেই শান্তি দেয়। এর ঠিক পরেই শুরু হয় ‘স্বাদের যুদ্ধবিরতি’। যে সব চেনা স্বাদ এত দিন ধরে জিভে ভাললাগার যুদ্ধ চালিয়েছে, তারাই একে একে ধরা দেয় নতুন এক আবেদনে এখানে।
advertisement
advertisement
advertisement
যেমন, কাবাবের কথাই ধরা যাক! লাহোরি পনির টিক্কা যদি সিজলার হয়ে পাতে পড়ে, চমক কি আর লাগবে না! বলতেই হয় চাইনিজ সিজলারের কথাও। নুডলস বা রাইস, ডাম্পলিং এ সবই বাঙালির বড় চেনা, প্রিয় খাবার। সিজফায়ারের চাইনিজ প্ল্যাটারে থাকবে নুডলস, রাইস, ডাম্পলিং- চিড়বিড়ে শব্দ আর ধোঁয়া তোলা প্ল্যাটারে। ইতালিয়ান সিজলার প্ল্যাটারে তেমনই থাকবে পাস্তা আর গার্লিক ব্রেড। মেক্সিকান সিজলারে থাকবে রাইস আর জ্যাকেট পটেটো। বিশেষ করে ভোজনরসিকের মন কাড়বে সিজলিং বেকড স্প্যাগেটি পাস্তার আলফ্রেডো পদ।
advertisement
সিজফায়ারের মজাটা এখানেই, খাবার খাওয়ার চেনা অভিজ্ঞতা এই রেস্তোরাঁ বদলে দিতে বদ্ধপরিকর এক লহমায়! তাও সদর্থক ভাবেই! ইন্ডিয়ান, এশিয়ান আর কন্টিনেন্টাল- তিন স্বাদধারার মেলবন্ধনে সবার মন কাড়তে কোমর বেঁধেছে এই রেস্তোরাঁ। মেক্সিকান স্বাদ থেকে শুরু করে সূক্ষ্ম জাপানি সুগন্ধ, কোরিয়ান মশলা থেকে শুরু করে আরামদায়ক ইতালীয় ক্লাসিক খাবার, সিজফায়ার নিরামিষ স্বাদের এক বিশ্বজোড়া গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা প্রদান করে।
advertisement
advertisement