Silky Hair Care Tips: রান্নাঘরের এই জিনিসের গন্ধের ভয়ে নাক সিঁটকোন! চুলে লাগান তরতরিয়ে বাড়বে ঘন কালো চুল

Last Updated:
Silky Hair Care Tips: এভাবে যত্ন নিন নিজের চুলের, সহজ উপায়ে ঘন, কালো, সিল্কি হবে আপনার চুল
1/8
: চুল নিয়ে কমবেশি সকলেই সচেতন। প্রতিদিনের জীবনযাত্রায় চুলের যত্ন নেওয়া চাই সকলের। তবে সামান্য বেশ কিছু ঘরোয়া নিয়ম মানলে গোছা ভরা চুলের পরিচর্যা করা যাবে অনায়াসে।
: চুল নিয়ে কমবেশি সকলেই সচেতন। প্রতিদিনের জীবনযাত্রায় চুলের যত্ন নেওয়া চাই সকলের। তবে সামান্য বেশ কিছু ঘরোয়া নিয়ম মানলে গোছা ভরা চুলের পরিচর্যা করা যাবে অনায়াসে।
advertisement
2/8
সামান্য কিছু টিপস এবং কিছু ঘরোয়া টোটকা মানলেই অনায়াসে ঘন, সিল্কি হবে আপনার চুল। কীভাবে যত্ন নেবেন আপনার কোমর সমান চুলের? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ বাবাই চন্দ।
সামান্য কিছু টিপস এবং কিছু ঘরোয়া টোটকা মানলেই অনায়াসে ঘন, সিল্কি হবে আপনার চুল। কীভাবে যত্ন নেবেন আপনার কোমর সমান চুলের? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ বাবাই চন্দ।
advertisement
3/8
প্রতিদিনের পাশাপাশি সপ্তাহে অন্তত তিনটি দিন চুলের যত্ন নিতে হবে নিজেকে। কীভাবে রাখবেন যত্ন? প্রথমত স্নানের আগে চুল যত্ন সহকারে আঁচড়ে নেওয়া জরুরি। এক্ষেত্রে একদিকে চুলের ক্ষয় কম হবে, পাশাপাশি চিরুনি করার সময় মোটা দাঁড়যুক্ত চিরুনি ব্যবহার করা প্রয়োজন।
প্রতিদিনের পাশাপাশি সপ্তাহে অন্তত তিনটি দিন চুলের যত্ন নিতে হবে নিজেকে। কীভাবে রাখবেন যত্ন? প্রথমত স্নানের আগে চুল যত্ন সহকারে আঁচড়ে নেওয়া জরুরি। এক্ষেত্রে একদিকে চুলের ক্ষয় কম হবে, পাশাপাশি চিরুনি করার সময় মোটা দাঁড়যুক্ত চিরুনি ব্যবহার করা প্রয়োজন।
advertisement
4/8
চুলে বেশি শ্যাম্পু নয়, সপ্তাহে তিনদিন শ্যাম্পু করলেই যথেষ্ট। বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও শক্তি নষ্ট হয়।
চুলে বেশি শ্যাম্পু নয়, সপ্তাহে তিনদিন শ্যাম্পু করলেই যথেষ্ট। বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও শক্তি নষ্ট হয়।
advertisement
5/8
স্নানের পর অনেকেই চুলে শক্ত করে গামছা কিংবা টাওয়েল দিয়ে মুড়ে রাখেন। সে ক্ষেত্রে কোনও প্রয়োজন নেই চুল শুকানোর এই পদ্ধতি। গামছা বা টাওয়েল দিয়ে চুল মুড়ে রাখলে চুলের গোড়া ফেটে যায়। চুলে অল্প তেল লাগিয়ে মাসাজ করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞের মতে, রাতে ঘুমানোর আগে চুল যত্ন করে আঁচড়ে বিনুনি করে রাখা প্রয়োজন।
স্নানের পর অনেকেই চুলে শক্ত করে গামছা কিংবা টাওয়েল দিয়ে মুড়ে রাখেন। সে ক্ষেত্রে কোনও প্রয়োজন নেই চুল শুকানোর এই পদ্ধতি। গামছা বা টাওয়েল দিয়ে চুল মুড়ে রাখলে চুলের গোড়া ফেটে যায়। চুলে অল্প তেল লাগিয়ে মাসাজ করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞের মতে, রাতে ঘুমানোর আগে চুল যত্ন করে আঁচড়ে বিনুনি করে রাখা প্রয়োজন।
advertisement
6/8
বিশেষজ্ঞ বাবাই চন্দ জানান, শ্যাম্পু করার পর সামান্য জলে চায়ের লিকার কিংবা লেবু দিলে চুল ধুলে চুল সিল্কি ও শক্ত সামর্থ্য হয়।
বিশেষজ্ঞ বাবাই চন্দ জানান, শ্যাম্পু করার পর সামান্য জলে চায়ের লিকার কিংবা লেবু দিলে চুল ধুলে চুল সিল্কি ও শক্ত সামর্থ্য হয়।
advertisement
7/8
এছাড়াও চুল পড়া বন্ধ করতে গেলে পেঁয়াজের রস ভালো করে চুলের গোড়ায় বেশ কয়েক মিনিট ধরে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয় প্রতিদিন করতে পারলে অবশ্যই ভাল।
এছাড়াও চুল পড়া বন্ধ করতে গেলে পেঁয়াজের রস ভালো করে চুলের গোড়ায় বেশ কয়েক মিনিট ধরে মাসাজ করলে চুল পড়া বন্ধ হয় প্রতিদিন করতে পারলে অবশ্যই ভাল।
advertisement
8/8
শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করা। চুলের কোনওসমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। Input- Ranjan Chanda
শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি করা। চুলের কোনওসমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরী। Input- Ranjan Chanda
advertisement
advertisement
advertisement