Sikkim Tour Guide: ভেসে গেছে রাস্তা, কী করে ফিরব ঘরে আতঙ্কে ট্যুরিস্টরা, News 18 Bangla বাতলে দিচ্ছে সিকিম থেকে নামার বিকল্প রাস্তা

Last Updated:
Sikkim Tour Guide: সিকিমে বর্ষায় যদি আটকে পড়েন তাহলে বিকল্প রাস্তার খোঁজ
1/5
উত্তর সিকিমে আটকে ১৫০০-র বেশি পর্যটক, চলছে উদ্ধারকাজ। উত্তর সিকিমে প্রবল বৃষ্টির ফলে ধস ও রাস্তা ভেঙে পড়ায় দেড় হাজারের বেশি পর্যটক আটকে পড়েছেন। সেনা এবং প্রশাসন একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ চেহারা নিয়েছে গোটা এলাকা।
উত্তর সিকিমে আটকে ১৫০০-র বেশি পর্যটক, চলছে উদ্ধারকাজ। উত্তর সিকিমে প্রবল বৃষ্টির ফলে ধস ও রাস্তা ভেঙে পড়ায় দেড় হাজারের বেশি পর্যটক আটকে পড়েছেন। সেনা এবং প্রশাসন একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ চেহারা নিয়েছে গোটা এলাকা।
advertisement
2/5
১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ, বিকল্প পথে ভরসা। সিকিমে প্রবেশের মূল রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে বন্ধ। প্রশাসন বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সক্রিয় হয়েছে স্থানীয় পরিবহণ পরিষেবাও।
১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ, বিকল্প পথে ভরসা। সিকিমে প্রবেশের মূল রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে বন্ধ। প্রশাসন বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সক্রিয় হয়েছে স্থানীয় পরিবহণ পরিষেবাও।
advertisement
3/5
সেবক হয়ে ডুয়ার্স: প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বিকল্প রুট। শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সের পথ এখন সিকিমে পৌঁছানোর অন্যতম প্রধান বিকল্প। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখ জুড়িয়ে যায় মনোরম দৃশ্যপট। ঝুঁকি কিছুটা থাকলেও, এটিই এখন কার্যকর পথ।
সেবক হয়ে ডুয়ার্স: প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বিকল্প রুট। শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সের পথ এখন সিকিমে পৌঁছানোর অন্যতম প্রধান বিকল্প। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখ জুড়িয়ে যায় মনোরম দৃশ্যপট। ঝুঁকি কিছুটা থাকলেও, এটিই এখন কার্যকর পথ।
advertisement
4/5
দার্জিলিং-কালিম্পং হয়ে সিকিম যাত্রা, সময় সাপেক্ষ হলেও সম্ভব। দার্জিলিং ও কালিম্পং ঘুরে সিকিমে পৌঁছাতে এখন কিছু পর্যটক চেষ্টা করছেন। যদিও এই পথটি অপেক্ষাকৃত দীর্ঘ এবং সময় বেশি লাগে, তবে তা আপৎকালীন পরিস্থিতিতে উপকারী।
দার্জিলিং-কালিম্পং হয়ে সিকিম যাত্রা, সময় সাপেক্ষ হলেও সম্ভব। দার্জিলিং ও কালিম্পং ঘুরে সিকিমে পৌঁছাতে এখন কিছু পর্যটক চেষ্টা করছেন। যদিও এই পথটি অপেক্ষাকৃত দীর্ঘ এবং সময় বেশি লাগে, তবে তা আপৎকালীন পরিস্থিতিতে উপকারী।
advertisement
5/5
নির্মীয়মান ৭১৪ জাতীয় সড়ক — ভবিষ্যতের আশার আলো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের সংযোগ স্থাপনকারী ৭১৪ জাতীয় সড়ক নির্মাণাধীন। এই রাস্তা চালু হলে বৃষ্টিতে ধসের সমস্যাকে অনেকটাই এড়ানো যাবে। সিকিম যাত্রা হবে আরও নিরাপদ ও সুরক্ষিত।
নির্মীয়মান ৭১৪ জাতীয় সড়ক — ভবিষ্যতের আশার আলো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের সংযোগ স্থাপনকারী ৭১৪ জাতীয় সড়ক নির্মাণাধীন। এই রাস্তা চালু হলে বৃষ্টিতে ধসের সমস্যাকে অনেকটাই এড়ানো যাবে। সিকিম যাত্রা হবে আরও নিরাপদ ও সুরক্ষিত।
advertisement
advertisement
advertisement