পরকীয়ার ফাঁদে স্বামী কি আপনার সঙ্গে প্রতারণা করছেন, বুঝে নিন তাঁর আচরণের এই লক্ষণগুলি দেখে

Last Updated:
Extra marital affair: পরকীয়ার কিন্তু আভাস পাওয়া যায় আচার আচরণে৷ অনেক সময় সূক্ষ্ণ পরিবর্তনেও লুকিয়ে থাকে অমোঘ ইঙ্গিত৷ তাই খেয়াল করতে ভুলবেন না৷
1/6
দাম্পত্যের মূল ভিত্তি আস্থা ও বিশ্বাস৷ কিন্তু মাঝে মাঝে সেই বিশ্বাসের ফাটল দিয়েই প্রবেশ করে পরকীয়া৷ তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দাম্পত্য এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক৷ সম্পূর্ণ বোঝা না গেলেও পরকীয়ার কিন্তু আভাস পাওয়া যায় আচার আচরণে৷ অনেক সময় সূক্ষ্ণ পরিবর্তনেও লুকিয়ে থাকে অমোঘ ইঙ্গিত৷ তাই খেয়াল করতে ভুলবেন না৷
দাম্পত্যের মূল ভিত্তি আস্থা ও বিশ্বাস৷ কিন্তু মাঝে মাঝে সেই বিশ্বাসের ফাটল দিয়েই প্রবেশ করে পরকীয়া৷ তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দাম্পত্য এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক৷ সম্পূর্ণ বোঝা না গেলেও পরকীয়ার কিন্তু আভাস পাওয়া যায় আচার আচরণে৷ অনেক সময় সূক্ষ্ণ পরিবর্তনেও লুকিয়ে থাকে অমোঘ ইঙ্গিত৷ তাই খেয়াল করতে ভুলবেন না৷
advertisement
2/6
অফিসে নবাগতা কারওর কথা কি প্রায়ই বলছেন আপনার স্বামী? বিশেষ করে প্রসঙ্গ না থাকলেও টেনে আনছেন তাঁকে? খেয়াল করুন তো কোনও বিশেষ রেস্তরাঁ বা ক্যাফের প্রশংসা ইদানীং বার বার শুনেছেন কিনা স্বামীর মুখে? আগে হয়তো এই প্রসঙ্গ আসতই না আপনার স্বামীর কথায়, কিন্তু এখন আসছে৷ তাই সতর্ক হোন৷ হতে পারে নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়ছেন আপনার জীবনসঙ্গী৷
অফিসে নবাগতা কারওর কথা কি প্রায়ই বলছেন আপনার স্বামী? বিশেষ করে প্রসঙ্গ না থাকলেও টেনে আনছেন তাঁকে? খেয়াল করুন তো কোনও বিশেষ রেস্তরাঁ বা ক্যাফের প্রশংসা ইদানীং বার বার শুনেছেন কিনা স্বামীর মুখে? আগে হয়তো এই প্রসঙ্গ আসতই না আপনার স্বামীর কথায়, কিন্তু এখন আসছে৷ তাই সতর্ক হোন৷ হতে পারে নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়ছেন আপনার জীবনসঙ্গী৷
advertisement
3/6
তবে নতুন কারওর প্রতি আগ্রহ দেখানো মানেই পরকীয়া বা প্রতারণা নয়৷ কিন্তু আপনার স্বামী তাঁর সঙ্গে বেশি সময় তো কাটাচ্ছেন৷ সেই সম্পর্ক বন্ধুত্বের সীমা অতিক্রম করলেই জটিলতার আশঙ্কা৷
তবে নতুন কারওর প্রতি আগ্রহ দেখানো মানেই পরকীয়া বা প্রতারণা নয়৷ কিন্তু আপনার স্বামী তাঁর সঙ্গে বেশি সময় তো কাটাচ্ছেন৷ সেই সম্পর্ক বন্ধুত্বের সীমা অতিক্রম করলেই জটিলতার আশঙ্কা৷
advertisement
4/6
সম্পর্কে আবেগের নৈকট্যও গুরুত্বপূর্ণ৷ সেদিকে যদি স্বামী এবং আপনার মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে শীতলতা আসছে৷ ভেবে দেখুন আপনার সঙ্গে আপনার স্বামী যে মনের কথাগুলো শেয়ার করতেন, সেগুলো আর করছেন কিনা৷ যদি বুঝতে পারেন আপনার স্বামী এখন আগের মতো আপনার সঙ্গে সব কথা ভাগ করে নিচ্ছেন না, তাহলে স্পষ্ট করে কথা বলুন তাঁর সঙ্গে৷
সম্পর্কে আবেগের নৈকট্যও গুরুত্বপূর্ণ৷ সেদিকে যদি স্বামী এবং আপনার মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে শীতলতা আসছে৷ ভেবে দেখুন আপনার সঙ্গে আপনার স্বামী যে মনের কথাগুলো শেয়ার করতেন, সেগুলো আর করছেন কিনা৷ যদি বুঝতে পারেন আপনার স্বামী এখন আগের মতো আপনার সঙ্গে সব কথা ভাগ করে নিচ্ছেন না, তাহলে স্পষ্ট করে কথা বলুন তাঁর সঙ্গে৷
advertisement
5/6
কোনও কোনও চাকরিতে একাধিকবার অফিশিয়াল ট্যুর থাকে৷ কিন্তু আপনার স্বামী কি আগের তুলনায় বেশি বার ‘অফিসের কাজে’ বাইরে যাচ্ছেন? এই সুযোগে তিনি আপনার কাছে কিছু গোপন করছেন না তো? এ সব বিষয়ে সন্দেহ না করে পরিষ্কার করে কথা বলুন স্বামীর সঙ্গে৷ এতে সাময়িক বিতণ্ডা বা তিক্ততা হয়তো হবে৷ কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেটা আদতে স্বাস্থ্যকর৷
কোনও কোনও চাকরিতে একাধিকবার অফিশিয়াল ট্যুর থাকে৷ কিন্তু আপনার স্বামী কি আগের তুলনায় বেশি বার ‘অফিসের কাজে’ বাইরে যাচ্ছেন? এই সুযোগে তিনি আপনার কাছে কিছু গোপন করছেন না তো? এ সব বিষয়ে সন্দেহ না করে পরিষ্কার করে কথা বলুন স্বামীর সঙ্গে৷ এতে সাময়িক বিতণ্ডা বা তিক্ততা হয়তো হবে৷ কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেটা আদতে স্বাস্থ্যকর৷
advertisement
6/6
স্বামীকে অকারণে সন্দেহ করবেন না৷ এতে সম্পর্ক বা দাম্পত্য আরও বিষিয়ে উঠবে৷ আচরণে পরিবর্তন এলে নিজে অযথা আকাশপাতাল দুশ্চিন্তা করবেন না৷ কোনওরকম সমস্যা হলেই স্বামীর সঙ্গে স্পষ্ট করে কথা বলুন৷ দরকারে পরামর্শ নিন মনোবিদের৷
স্বামীকে অকারণে সন্দেহ করবেন না৷ এতে সম্পর্ক বা দাম্পত্য আরও বিষিয়ে উঠবে৷ আচরণে পরিবর্তন এলে নিজে অযথা আকাশপাতাল দুশ্চিন্তা করবেন না৷ কোনওরকম সমস্যা হলেই স্বামীর সঙ্গে স্পষ্ট করে কথা বলুন৷ দরকারে পরামর্শ নিন মনোবিদের৷
advertisement
advertisement
advertisement