সাবধান! আপনি কি অতিরিক্ত ডিসপ্রিন সেবন করেন ? হতে পারে এই মারাত্মক রোগ

Last Updated:
1/8
♦ অতিরিক্ত কোলাহল হঠাৎ মাথাব্যথা ৷ কিংবা বাড়ি থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বেরোতে ভুলে গিয়েছেন ৷ হঠাৎ বৃষ্টি ৷ বৃষ্টিতে ভিজে সর্দি-মাথা ব্যথা ৷ হঠাৎ মাথাব্যথা হলেই ডিসপ্রিন চালান করে দেন মুখে ৷ এই অভ্যাসটা আপনি রপ্ত করে ফেলেছেন বেশ অনেকদিন হল ৷ আবার যে সকল ব্যক্তি হৃদরোগ রয়েছে, তাঁদেরও ডিসপিরিনও সাজেস্ট করে থাকেন অনেক চিকিৎসক ৷
♦ অতিরিক্ত কোলাহল হঠাৎ মাথাব্যথা ৷ কিংবা বাড়ি থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বেরোতে ভুলে গিয়েছেন ৷ হঠাৎ বৃষ্টি ৷ বৃষ্টিতে ভিজে সর্দি-মাথা ব্যথা ৷ হঠাৎ মাথাব্যথা হলেই ডিসপ্রিন চালান করে দেন মুখে ৷ এই অভ্যাসটা আপনি রপ্ত করে ফেলেছেন বেশ অনেকদিন হল ৷ আবার যে সকল ব্যক্তি হৃদরোগ রয়েছে, তাঁদেরও ডিসপিরিনও সাজেস্ট করে থাকেন অনেক চিকিৎসক ৷
advertisement
2/8
♦ দিল্লির এক বিখ্যাত চিকিৎসক শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, ডিসপ্রিন এবং অ্যাসপ্রিনের মধ্যে সেই অর্থে খুব একটা পার্থক্য নেই ৷ দুটোই হল অ্যাসেটিলসালিসাইলিক অ্যাসিড ৷ সিসি হল অ্যাসপিরিনের মূল উপাদান ৷ তবে ডিসপিরিনে থাকে ওষুধের আস্তরণ ৷ তবে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা না করে যে কোনও ওষুধ সেবন করাই স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসক শর্মা ৷
♦ দিল্লির এক বিখ্যাত চিকিৎসক শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, ডিসপ্রিন এবং অ্যাসপ্রিনের মধ্যে সেই অর্থে খুব একটা পার্থক্য নেই ৷ দুটোই হল অ্যাসেটিলসালিসাইলিক অ্যাসিড ৷ সিসি হল অ্যাসপিরিনের মূল উপাদান ৷ তবে ডিসপিরিনে থাকে ওষুধের আস্তরণ ৷ তবে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা না করে যে কোনও ওষুধ সেবন করাই স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসক শর্মা ৷
advertisement
3/8
♦ গায়ে হাত-পায়ে ব্যথা, হার্ট অ্যাটাক, মাইগ্রেন, স্ট্রোক, জ্বরের জন্য রোগীদের ডিসপিরিন দিয়ে থাকেন চিকিৎসকরা ৷
♦ গায়ে হাত-পায়ে ব্যথা, হার্ট অ্যাটাক, মাইগ্রেন, স্ট্রোক, জ্বরের জন্য রোগীদের ডিসপিরিন দিয়ে থাকেন চিকিৎসকরা ৷
advertisement
4/8
♦ তবে প্রফেসর ফেনড্রিক জানিয়েছেন, যে সময় ডিসপিরিন সেবন করা হয়, সে সময় পাকস্থলী দুর্বল হয়ে পড়ে ৷ এর পাশাপাশি রক্তক্ষরণের মাত্রাও বেড়ে যায় ৷ সেই কারণে রোজ ডিসপ্রিন সেবন করলে পাকস্থলীর ভিতরে রক্তক্ষরণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় ৷
♦ তবে প্রফেসর ফেনড্রিক জানিয়েছেন, যে সময় ডিসপিরিন সেবন করা হয়, সে সময় পাকস্থলী দুর্বল হয়ে পড়ে ৷ এর পাশাপাশি রক্তক্ষরণের মাত্রাও বেড়ে যায় ৷ সেই কারণে রোজ ডিসপ্রিন সেবন করলে পাকস্থলীর ভিতরে রক্তক্ষরণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় ৷
advertisement
5/8
♦ ব্রিটিশ হার্ট ফাউন্ডেশেনের মেডিক্যাল ডিরেক্টর পিটার উইসবার্গ জানিয়েছেন, প্রত্যহ ডিসপ্রিন সেবনের অনেকগুলি খারাপ এফেক্ট রয়েছে ৷ যেমন খাওয়ার হজম হওয়ার সমস্যা বেড়ে যায় ৷ বমি হওয়া শুরু হয় ৷
♦ ব্রিটিশ হার্ট ফাউন্ডেশেনের মেডিক্যাল ডিরেক্টর পিটার উইসবার্গ জানিয়েছেন, প্রত্যহ ডিসপ্রিন সেবনের অনেকগুলি খারাপ এফেক্ট রয়েছে ৷ যেমন খাওয়ার হজম হওয়ার সমস্যা বেড়ে যায় ৷ বমি হওয়া শুরু হয় ৷
advertisement
6/8
♦ তাই চিকিৎসকরা জানাচ্ছেন, ডিসপ্রিন সেবন করলে যেন গরম জল কিংবা দুধ খাওয়া হয় ৷ যাতে ক্ষতির পরিমাণ খানিক কম হয় ৷
♦ তাই চিকিৎসকরা জানাচ্ছেন, ডিসপ্রিন সেবন করলে যেন গরম জল কিংবা দুধ খাওয়া হয় ৷ যাতে ক্ষতির পরিমাণ খানিক কম হয় ৷
advertisement
7/8
♦ এরই সঙ্গে কোনও সার্জারির আগে ভুলেও যেন ডিসপ্রিন সেবন না করা হয় ৷ সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷
♦ এরই সঙ্গে কোনও সার্জারির আগে ভুলেও যেন ডিসপ্রিন সেবন না করা হয় ৷ সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷
advertisement
8/8
♦ প্রতিদিন ডিসপ্রিন সেবনের ফলে রক্তচাপ অনেকাংশে বেড়ে যায় ৷
♦ প্রতিদিন ডিসপ্রিন সেবনের ফলে রক্তচাপ অনেকাংশে বেড়ে যায় ৷
advertisement
advertisement
advertisement