Fennel Seeds: মুখের দুর্গন্ধ থেকে মানসিক শান্তি এক চুটকি মৌরি আপনার জীবন বদলে দিতে পারে! জেনে নিন মৌরির উপকারিতা
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
benefits of fennel seed- এছাড়াও এই মৌরিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। অনেকে রান্না ছাড়াও এই মৌরি মুখশুদ্ধি হিসাবেও ব্যবহার করে থাকেন। এই মৌরিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। মৌরি অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন।
এই বিষয়ে বালিয়ার আয়ুর্বেদিক ডাক্তার সুভাষচন্দ্র যাদব জানান, মৌরিতে রোগ প্রতিরোধ ছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করেন। দেখে নেওয়া যাক মৌরির কিছু পুষ্টিগুণ-
মৌরি মূলত মধ্যপ্রাচের একটি মশলা কিন্তু, বাঙালি পাতে এই মশলা বহুল ব্যবহৃত। সুগন্ধি এই মশলা শুধু রান্নার ক্ষেত্রেই ব্যবহৃত হয় না, ভারতীয় রান্না হোক কিংবা মধ্যপ্রাচের খাবার এই মৌরির উপস্থিতি পাওয়া যায় দেশ বিদেশের বহু খাবারেই। এছাড়াও এই মৌরিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। অনেকে রান্না ছাড়াও এই মৌরি মুখশুদ্ধি হিসাবেও ব্যবহার করে থাকেন। এই মৌরিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। মৌরি অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন।
advertisement
এছাড়াও এই মৌরিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। অনেকে রান্না ছাড়াও এই মৌরি মুখশুদ্ধি হিসাবেও ব্যবহার করে থাকেন। এই মৌরিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। মৌরি অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন।এই বিষয়ে বালিয়ার আয়ুর্বেদিক ডাক্তার সুভাষচন্দ্র যাদব জানান, মৌরিতে রোগ প্রতিরোধ ছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করেন। দেখে নেওয়া যাক মৌরির কিছু পুষ্টিগুণ-
advertisement
advertisement
advertisement
advertisement
ওজন কমাতে- ওজন কমাতেও কার্যকর মৌরি। পেট ভরা রাখতেও মৌরি সাহায্য করে। এছাড়াও ক্যালরির পরিমাণ কমাতে সাহায্য করে মৌরি। তাই ওজনের সমস্যায় যারা ভুগছেন তাঁদের জন্য মৌরি উপকারী। স্ট্রেস কমাতে- স্ট্রেস এবং উদ্বেগ কমাতে মৌরি সাহায্য করে। মৌরিতে থাকে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। যা মানসিক শান্তি বজায় রাখে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা কোশের নষ্ট হওয়া আটকাতে সাহায্য করে।