Coconut Health Benefits: ঝকঝকে সুস্থ শরীরের চাবিকাঠি, ত্বকের জেল্লায় পাল্লা দেবেন হিরোইনদের সঙ্গে, জানুন গুণ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Health benefits of coconut- চুলের জন্য উপকারী- চুলের জন্য উপকারী অত্যন্ত নারকেল তেল। ভারতে বহু যুগ ধরেই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নারকেল তেল ব্যবহার করা হয়। কারণ নারকেল তেল চুল রাখে ঝরঝরে সতেজ এবং উজ্জ্বল।
নারকেলের রয়েছে অনেক গুণ। নারকেল আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তা পুজো হোক কিংবা নিত্যদিনের রান্নায় নারকেল তেল ব্যবহার করে থাকি। সেইজন্যেই নারকেলকে অনেকক্ষেত্রেই স্ত্রী ফল বলেও অভিহিত করা হয়। কারণ এই নারকেল পুজোর কাজেও ব্যবহৃত হয়। এছাড়াও এই খাবারকে সুপারফুড হিসাবেও অভিহিত করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement