Home Remedy: কড়াইশুঁটির খোসা দিয়ে হবে ম্যাজিকের মতো কাজ! কী ভাবে ব্যবহার করে ফল পাবেন হাতেনাতে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Home Remedy: তবে মটর খোসা ছাড়ানোর পর বেশিরভাগ মানুষই সবুজ কড়াইশুঁটির খোসাকে অ-কেজো মনে করে ফেলে দেন।
advertisement
advertisement
বাগান করতে যাদের ভাল লাগে, তাঁরা গাছকে সুস্থ রাখার জন্য অনেকরকম প্রতিকারের চেষ্টা করেন। কিন্তু তা সত্ত্বেও, বাগানের গাছপালা দ্রুত বৃদ্ধি পায় না। যাই হোক, আপনি জেনে অবাক হবেন যে মটরশুঁটির খোসা আপনার গাছের স্বাস্থ্য বৃদ্ধি করতে পারে। তাই আসুন জেনে নেই বাগানে মটরের খোসার ব্যবহার, যার মাধ্যমে আপনি সহজেই গাছের সৌন্দর্য বাড়াতে পারবেন। (প্রতীকী ছবি)
advertisement
মানুষ বাজার থেকে বাগানের জন্য দামি সার কিনে নেন। কিন্তু তার মধ্যে উপস্থিত রাসায়নিকগুলি গাছপালা এবং মাটির ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে মটরের খোসা বাগানের জন্য সবচেয়ে ভাল সার হিসেবে কাজ করে। এই খোসা ফেলে দেওয়ার পরিবর্তে, আপনি সেগুলি থেকে বাগানের জন্য জৈব সার তৈরি করতে পারেন। যার কারণে আপনার বাগান সবুজ ও সুন্দর দেখাবে। তো চলুন জেনে নিই মটরের খোসা থেকে জৈব সার তৈরির পদ্ধতি। (প্রতীকী ছবি)
advertisement
advertisement