গরমের সময় শরীর প্রচুর ঘাম হয়৷ শরীর থেকে জল বেরিয়ে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এম সময় গরিবদের ঠাণ্ডা জল দান করা উচিৎ৷ একটি পাত্রে জলদান করুন। যদি সব,সবসময় হাতে করে জল দান করা সম্ভব না হয়, তবে বাড়ির চারপাশে বা এমন জায়গায় একটি পাত্রে জল রাখুন যেখানে সব সময় মানুষ চলাচল করে। এর ফলে যাতায়াতের পথে মানুষ জলপান করতে পারবে৷ বাস্তু মতে এতে ঈশ্বরের কৃপা আপনার উপর বজায় থাকবে।