Sawan 2025: ক্যালসিয়াম-প্রোটিন-ফাইবারে ঠাসা...! এক-দু চামচ খেলেই ভরপুর এনার্জি, হাড় হবে লোহার মতো শক্ত, খেতে পারেন শ্রাবণের উপবাসে
- Published by:Riya Das
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Sawan 2025: এটি এমন একটি সুস্বাদু খাবার যা উপবাসের সময় কেবল শক্তিই দেয় না, পাশাপাশি স্বাদেও মন মাতিয়ে রাখে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রণালী- একটি তলা ভারি প্যানে ঘি গরম করে পদ্মের বীজ ভাজতে হবে। ভাজা মাখানা ভেঙে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এবার ওই প্যানে দুধ ফুটিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়তে হবে। দুধ ঘন হয়ে এলে বা অর্ধেকটা কমে এলে মাখানা, বাদাম, কাজু, কিশমিশ এবং এলাচ গুঁড়ো যোগ করতে হবে। ক্ষীর ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সবশেষে চিনি মিশিয়ে নিতে হবে।
advertisement
advertisement
নিজেদের পছন্দ অনুযায়ী মাখানা ক্ষীরে পেস্তা ইত্যাদি ড্রাই ফ্রুটস যোগ করা যেতে পারে। এটিকে আরও সুস্বাদু করতে এতে সামান্য জাফরানও যোগ করা যেতে পারে। ক্ষীর তৈরিতে সর্বদা তাজা এবং ভাল মানের মাখানা ব্যবহার করতে হবে। ক্ষীর রান্না করার জন্য কম আঁচ ব্যবহার করতে হবে, যাতে এটি ভালভাবে পাক হয় এবং সুস্বাদু হয়ে ওঠে।