Save Money : মাত্র ৫০ টাকা খরচ করে একবার লাগিয়ে নিন, বাঁচবে জল, আর বিদ্যুতের খরচে বাম্পার কাট, বাড়বে সঞ্চয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Save Money: মধ্যবিত্তের পকেটে থাকবে কিছু বাড়তি পয়সা, কী করে মাত্রা ৫০ টাকা খরচ করে...
: সব মানুষেরই এখন সংসার চালানো এক বড় চ্যালেঞ্জ৷ আজ এই খরচ তো কাল ওই খরচ৷ সব সুখ সুবিধা বজায় রেখে কোথায় দু পয়সা বাঁচানো যায় এই ‘জুগাড়’ লাগাতে ব্যস্ত মানুষ৷ তার মধ্যে বিদ্যুৎ ও জলের খরচ যদি কোনওভাবে কমানো যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা৷ উত্তরপ্রদেশের বহরাইচ জেলার দিঘিহা তিরহের কাছে বসবাসকারী আভিচল শ্রীবাস্তব এমন একটি কাজ করেছেন যা মানুষ কেবল স্বপ্নেই দেখে থাকেন। মাত্র ৫০ টাকা খরচ করে তিনি একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন, যা জলের ট্যাঙ্ক ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটি সতর্কতা অ্যালার্ম দেয়। এতে একদিকে জলে সাশ্রয় হয় অন্যদিকে বিদ্যুৎ খরচও কম হয়। Photo- Representative
advertisement
আভিচল বাহরাইচের জোসিয়াপুর এলাকার বাসিন্দা এবং আইটিআইয়ের ছাত্র হওয়ার পাশাপাশি তিনি একটি ছোট ইলেকট্রিক দোকানও চালান। অবসর সময়ে তিনি নতুন কিছু তৈরি করার চেষ্টা চালিয়ে যান। তিনি বলেন, ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরও মানুষ প্রায়ই মোটর বন্ধ করতে ভুলে যায়, এতে জল ও বিদ্যুতের অপচয় হয়। এই সমস্যা দেখেই তাঁর মাথায় এই ডিভাইস তৈরির ভাবনা আসে। জলের ট্যাঙ্ক ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটি একটি শব্দ দিয়ে সতর্কতা দেয়। এর সাহায্যে ব্যবহারকারী অবিলম্বে মোটর বন্ধ করে দেয়। এভাবে কোনও স্বয়ংক্রিয় ব্যবস্থা ছাড়াই ট্যাঙ্ক উপচে পড়া থেকে রক্ষা পায় এবং বিদ্যুৎও সাশ্রয় হয়।
advertisement
advertisement
advertisement