Salt And Healthy Diet: শরীরে অতিরিক্ত নুন যাচ্ছে? ভারসাম্য রাখতে যে সব খাবার খেতেই হবে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Salt And Healthy Diet: উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, কিডনির সমস্যা-সহ নানা রোগ নুনের হাত ধরেই বাসা বাঁধে শরীরে।
নুন ছাড়া খাবার স্বাদহীন। আবার খাবারে অতিরিক্ত নুন হয়ে গেলেও তা মুখে তোলা কঠিন। শরীরের ক্ষেত্রেও একই কথা খাটে। নুনের মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড। মানুষের জীবন ধারণের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। কিন্তু এটাই অত্যধিক মাত্রায় শরীরে গেলে হৃদরোগ এবং রক্তচাপের ঝুঁকি বাড়ায়। এছাড়া উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, কিডনির সমস্যা-সহ নানা রোগ নুনের হাত ধরেই বাসা বাঁধে শরীরে।
advertisement
নুনের পরিমাণ বেড়ে গেলে শরীরে অতিরিক্ত জল জমে যায়, এতে ব্রেন স্ট্রোকের ভয় থেকে যায়। মূত্রের মাধ্যমে বাড়তি নুন শরীর থেকে বার করে। কিন্তু কিডনির কোনও সমস্যা থাকলে সেই বাড়তি নুন শরীর থেকে বেরতে না পেরে মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত নুনে ক্ষয়ে যেতে থাকে হাড়ের ক্যালসিয়াম। তাই অস্থিসন্ধি ও হাড়ের নানাবিধ অসুখে প্রত্যক্ষ ভাবে নুনের ভূমিকা আছে। তাই প্রতিদিনের খাবারের মাধ্যমে শরীরে অতিরিক্ত নুন যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে সে দিকেও।
advertisement
advertisement
কতটা সোডিয়াম দরকার? সোডিয়াম শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। যা শরীরের কোষের কার্যক্ষমতা বজায় রাখে। পেশিকে শিথিল করে। মানবশরীরে রোজ ২,৩০০ মিলিগ্রাম প্রয়োজন। অর্থাৎ দিনে ১ চামচ পরিমানই নুনই যথেষ্ট। অতিরিক্ত নুন শরীরে গেলে জলের ভারসাম্য নষ্ট হয়। সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে। পাশপাশি, পেশিতে খিচুনি, বিভ্রান্তি, কোমা এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
advertisement
কিউয়ি ফল কিউয়ি ফলে অ্যাক্টিনিডিন নামক এনজাইম আছে যা, প্রোটিন দ্রবীভূত বৈশিষ্টের জন্য পরিচিত। ফাইবার থাকার কারণে হজমে সাহায্য করে। ভিটামিন C ও পটাশিয়াম থাকায় স্বাস্থের জন্যও খুবই উপকারি। প্রতিদিন যদি ২টি করে কিউই ফল খেলে অক্সিডেটভ স্ট্রেস হ্রাস পায়। এছাড়াও কিউইতে ম্যাগনেশিয়ামের থাকায় হার্ট ভাল রাখতে সাহায্য করে। যদি মনে হয় শরীরে অতিরিক্ত নুন গিয়েছে, তাহলে চোখ বন্ধ করে কিউয়ি ফল খেলে নিমেষে উপকার মিলবে।
advertisement