Removing Rust: লোহার বাসনে মরচে পড়ে গিয়েছে? তুলে ফেলুন সহজেই

Last Updated:
Removing Rust: মরচে পড়েছ বলে বাতিল করবেন না৷ বরং সহজেই তুলে ফেলুন মরচে৷
1/5
কাস্ট আয়রনের বাসে সহজেই মরচে পড়ে যায়৷ কোনও এক সময়ের শৌখিনতার রূপক বাসনগুলি কুদর্শন হয়ে যায়৷ তবে মরচে পড়েছ বলে বাতিল করবেন না৷ বরং সহজেই তুলে ফেলুন মরচে৷
কাস্ট আয়রনের বাসে সহজেই মরচে পড়ে যায়৷ কোনও এক সময়ের শৌখিনতার রূপক বাসনগুলি কুদর্শন হয়ে যায়৷ তবে মরচে পড়েছ বলে বাতিল করবেন না৷ বরং সহজেই তুলে ফেলুন মরচে৷
advertisement
2/5
প্রথমেই মরচে পড়া বাসন ভাল করে ধুয়ে ফেলুন৷ তবে স্যাঁতস্যাঁতে ভাব বাসনের গায়ে ছাপ ফেলার আগেই ভাল করে ধুয়ে নিন৷ পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে ফেলুন৷
প্রথমেই মরচে পড়া বাসন ভাল করে ধুয়ে ফেলুন৷ তবে স্যাঁতস্যাঁতে ভাব বাসনের গায়ে ছাপ ফেলার আগেই ভাল করে ধুয়ে নিন৷ পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে ফেলুন৷
advertisement
3/5
মোছার পরও বাসনের গায়ে আর্দ্রতা থাকলে হাল্কা আঁচে ভাল করে গরম করে নিন৷ দরকার হলে বাসন রাখতে পারেন কড়া রোদেও৷
মোছার পরও বাসনের গায়ে আর্দ্রতা থাকলে হাল্কা আঁচে ভাল করে গরম করে নিন৷ দরকার হলে বাসন রাখতে পারেন কড়া রোদেও৷
advertisement
4/5
মরচে তোলার জন্য বেকিং সোডাও খুব ভাল অপশন৷ প্রথমে ২ কাপ জল ঈষৎ গরম করে নিন৷ তাতে যোগ করুন ২ চামচ বেকিং সোডা৷ সঙ্গে দিন ১ চামচ লেবুর রস৷ ভাল করে মিশিয়ে নিন৷
মরচে তোলার জন্য বেকিং সোডাও খুব ভাল অপশন৷ প্রথমে ২ কাপ জল ঈষৎ গরম করে নিন৷ তাতে যোগ করুন ২ চামচ বেকিং সোডা৷ সঙ্গে দিন ১ চামচ লেবুর রস৷ ভাল করে মিশিয়ে নিন৷
advertisement
5/5
এই মিশ্রণে একটি ব্রাশ ডুবিয়ে সেটা দিয়ে মরচে পড়া অংশে ঘষুন৷ ২০ মিনিট ওইভাবেই রেখে দিন মিশ্রণটি লাগিয়ে৷ তার পর একটি শিরীষ কাগজ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন মরতের অংশটি৷ পরিষ্কার করার পর বাসনগুলি আরও একবার মুছে নিয়ে, রোদে রেখে তুলে ফেলুন৷
এই মিশ্রণে একটি ব্রাশ ডুবিয়ে সেটা দিয়ে মরচে পড়া অংশে ঘষুন৷ ২০ মিনিট ওইভাবেই রেখে দিন মিশ্রণটি লাগিয়ে৷ তার পর একটি শিরীষ কাগজ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন মরতের অংশটি৷ পরিষ্কার করার পর বাসনগুলি আরও একবার মুছে নিয়ে, রোদে রেখে তুলে ফেলুন৷
advertisement
advertisement
advertisement