Ruchi Gujjar Modi Locket: নেকলেসে মোদির মুখ, কান-এ পৌঁছতেই সব ক্যামেরা ঘুরে গেল রুচির দিকে! কে এই সুন্দরী?

Last Updated:
Ruchi Gujjar Modi Locket: রুচিকে প্রথমবারের মতো দেশি স্টাইলের লেহেঙ্গা পরে লাল গালিচায় হাঁটতে দেখা গিয়েছে। তবে, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ওই নেকলেসটি।
1/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ আঁকা নেকলেস পরে কান চলচ্চিত্র উৎসবে তাক লাগালেন রুচি গুজ্জার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ আঁকা নেকলেস পরে কান চলচ্চিত্র উৎসবে তাক লাগালেন রুচি গুজ্জার।
advertisement
2/10
১৩ মে শুরু হয়েছে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। ২৪ মে পর্যন্ত চলবে। ফ্যাশনের বন্যা বয়ে চলেছে রেড কার্পেটে, সারা বিশ্বের পাশাপাশি একের পর এক ভারতীয় সেলিব্রিটি নিজেদের অনন্য স্টাইল সামনে আনছেন।
১৩ মে শুরু হয়েছে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। ২৪ মে পর্যন্ত চলবে। ফ্যাশনের বন্যা বয়ে চলেছে রেড কার্পেটে, সারা বিশ্বের পাশাপাশি একের পর এক ভারতীয় সেলিব্রিটি নিজেদের অনন্য স্টাইল সামনে আনছেন।
advertisement
3/10
এবার এই তালিকায় যুক্ত হল অভিনেত্রী রুচি গুজ্জরের নাম। রুচিকে প্রথমবারের মতো দেশি স্টাইলের লেহেঙ্গা পরে লাল গালিচায় হাঁটতে দেখা গিয়েছে। তবে, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ওই নেকলেসটি।
এবার এই তালিকায় যুক্ত হল অভিনেত্রী রুচি গুজ্জরের নাম। রুচিকে প্রথমবারের মতো দেশি স্টাইলের লেহেঙ্গা পরে লাল গালিচায় হাঁটতে দেখা গিয়েছে। তবে, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ওই নেকলেসটি।
advertisement
4/10
এবার রুচি গুজ্জর পৌঁছে গেলেন কান-এ। তাঁর নেকলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। একটা নয়, তিনটে ছবি রয়েছে এই নেকলেসে। সেটার জন্যই রুচি চলে এসেছেন চর্চায়।
এবার রুচি গুজ্জর পৌঁছে গেলেন কান-এ। তাঁর নেকলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। একটা নয়, তিনটে ছবি রয়েছে এই নেকলেসে। সেটার জন্যই রুচি চলে এসেছেন চর্চায়।
advertisement
5/10
কেন এমন নেকলেস পরলেন রুচি? সোনালি লেহেঙ্গায় সেজে রুচি জানিয়েছেন, ''এই নেকলেস গয়নার চেয়ে বেশি কিছু। বিশ্বদরবারে ভারতের উন্নতি, শক্তি, লক্ষ্যের প্রতীক। কান চলচ্চিত্র উত্‍সবে এই হার পরে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে চেয়েছি। যাঁর নেতৃত্বে ভারত বিশ্বের মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে।''
কেন এমন নেকলেস পরলেন রুচি? সোনালি লেহেঙ্গায় সেজে রুচি জানিয়েছেন, ''এই নেকলেস গয়নার চেয়ে বেশি কিছু। বিশ্বদরবারে ভারতের উন্নতি, শক্তি, লক্ষ্যের প্রতীক। কান চলচ্চিত্র উত্‍সবে এই হার পরে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে চেয়েছি। যাঁর নেতৃত্বে ভারত বিশ্বের মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে।''
advertisement
6/10
নিজের ট্র্যাডিশনাল রাজস্থানি লুক সম্পূর্ণ করার জন্য, রুচি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া একটি নেকলেস পরেছিলেন। এর কারণ ব্যাখ্যা করে
নিজের ট্র্যাডিশনাল রাজস্থানি লুক সম্পূর্ণ করার জন্য, রুচি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া একটি নেকলেস পরেছিলেন। এর কারণ ব্যাখ্যা করে
advertisement
7/10
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদি, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমি কান চলচ্চিত্র উৎসবে এই নেকলেসটি পরেছি। আমি যে নেকলেসটি পরেছি তা কেবল একটি গয়না নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। এই নেকলেসটি কেবল একটি অলংকার নয়, এটি ভারতের শক্তি, চিন্তাভাবনা এবং অগ্রগতির প্রতীক।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদি, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমি কান চলচ্চিত্র উৎসবে এই নেকলেসটি পরেছি। আমি যে নেকলেসটি পরেছি তা কেবল একটি গয়না নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। এই নেকলেসটি কেবল একটি অলংকার নয়, এটি ভারতের শক্তি, চিন্তাভাবনা এবং অগ্রগতির প্রতীক।'
advertisement
8/10
প্রসঙ্গত, রুচি গুজ্জর হলেন ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রী, যিনি নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন বলিউডে।
প্রসঙ্গত, রুচি গুজ্জর হলেন ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রী, যিনি নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন বলিউডে।
advertisement
9/10
জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য মুম্বই আসেন তিনি।
জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য মুম্বই আসেন তিনি।
advertisement
10/10
প্রাক্তন মিস হরিয়ানা রুচি ইতিমধ্যেই ‘জব তু মেরি না রাহি’, ‘হেলি মে চোর’ সহ একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।
প্রাক্তন মিস হরিয়ানা রুচি ইতিমধ্যেই ‘জব তু মেরি না রাহি’, ‘হেলি মে চোর’ সহ একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।
advertisement
advertisement
advertisement