Room Heater Side Effects: শীত বাড়তেই বেড়েছে রুম হিটার কেনার হিড়িক, কতক্ষণ ব্যবহারে শরীরে কী প্রভাব ফেলে? জানাচ্ছেন বিশেষজ্ঞ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Room Heater Side Effects: রুম হিটারের ভিতরে থাকে লাল-গরম ধাতব পাত বা সেরামিক কোর, যা গরম হাওয়া ছড়িয়ে ঘরের তাপমাত্রা বাড়ায়। এই প্রক্রিয়ায় ঘরের বাতাসে থাকা আর্দ্রতা দ্রুত কমে যায় এবং বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে ওঠে।
advertisement
advertisement
*এমনকি কিছু ক্ষেত্রে বাতাসের অক্সিজেনের পরিমাণও কমে যেতে পারে, যা শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে। হিটার থেকে নির্গত শুষ্ক গরম বাতাস ত্বককে রুক্ষ করে তোলে। এতে ত্বকে শুষ্কতা, চোখ জ্বালা, নাক বন্ধ হওয়া, কাশি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে অনিদ্রা ও গা গোলানো ভাবও তৈরি হয়।
advertisement
advertisement
advertisement








