Room Cooling Plants: গরমে হাঁসফাঁস করছেন? এসি কেনার টাকা নেই? এই কয়েকটি ছোট্ট গাছ ম্যাজিকের মতো ঘর ঠান্ডা করে

Last Updated:
Air Cooling Plants: কিছু কিছু গাছ ঘরের বাতাস ঠান্ডা করে দিতে পারে। গরম কালে ঘরের ভিতরে এই গাছগুলি রাখলে ঘরের তাপমাত্রা কমে।
1/5
গরমের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। পয়লা বৈশাখের পর যেন গরম বেশ কিছুটা বেড়ে উঠেছে। আর এতেই রীতিমত হাঁসফাস করছেন বহু মানুষ। ঘর ঠান্ডা রাখতে ফ্যান, এসি এবং কুলার কিছুই বাদ রাখছেন না। তাই কারেন্টের বিলও বাড়ছে বিদুৎ গতিতে।
গরমের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। পয়লা বৈশাখের পর যেন গরম বেশ কিছুটা বেড়ে উঠেছে। আর এতেই রীতিমত হাঁসফাস করছেন বহু মানুষ। ঘর ঠান্ডা রাখতে ফ্যান, এসি এবং কুলার কিছুই বাদ রাখছেন না। তাই কারেন্টের বিলও বাড়ছে বিদুৎ গতিতে।
advertisement
2/5
তবে ঘরোয়া পদ্ধতিতেই প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব খুব সহজে। ঘরের ভেতর বেশকিছু ইনডোর প্লান্ট রাখতে হবে তবেই কাজ হবে। এই গাছ গুলি যেমনি ঘরের ভেতর অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। তেমনি ঘরের বাতাসকে পরিশ্রুত করে।
তবে ঘরোয়া পদ্ধতিতেই প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব খুব সহজে। ঘরের ভেতর বেশকিছু ইনডোর প্লান্ট রাখতে হবে তবেই কাজ হবে। এই গাছ গুলি যেমনি ঘরের ভেতর অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। তেমনি ঘরের বাতাসকে পরিশ্রুত করে।
advertisement
3/5
কোচবিহারের এক প্রসিদ্ধ নার্সারির কর্ণধার চিন্ময় সাহা জানান, "গরমের মরসুমে বহু মানুষ ঘরের ভেতর ইনডোর প্লান্ট রাখতে চান। মূলত গরমের ভাব কমাতে এবং ঘর ঠান্ডা রাখতে চান তাঁরা। এই কাজে ইনডোর প্ল্যান্টের মধ্যে বেশ কার্যকর হয় অক্সিজেন ও এয়ারপিউরিফাই প্লান্ট। এগুলি ঘরের মধ্যে রাখলে ঘরের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা কম রাখা সম্ভব। আর এই গাছ গুলিকে খুব একটা বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। তাই বেশ অনেকটা সময় পর্যন্ত গাছগুলি সতেজ থাকে স্বাভাবিক ভাবেই। গরমে গাছের ক্ষতিও হয় না।"
কোচবিহারের এক প্রসিদ্ধ নার্সারির কর্ণধার চিন্ময় সাহা জানান, "গরমের মরসুমে বহু মানুষ ঘরের ভেতর ইনডোর প্লান্ট রাখতে চান। মূলত গরমের ভাব কমাতে এবং ঘর ঠান্ডা রাখতে চান তাঁরা। এই কাজে ইনডোর প্ল্যান্টের মধ্যে বেশ কার্যকর হয় অক্সিজেন ও এয়ারপিউরিফাই প্লান্ট। এগুলি ঘরের মধ্যে রাখলে ঘরের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা কম রাখা সম্ভব। আর এই গাছ গুলিকে খুব একটা বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। তাই বেশ অনেকটা সময় পর্যন্ত গাছগুলি সতেজ থাকে স্বাভাবিক ভাবেই। গরমে গাছের ক্ষতিও হয় না।"
advertisement
4/5
তিনি আরোও জানান, "এই সমস্ত গাছ গুলির মধ্যে রয়েছে এরিকা পাম, স্নেক প্লান্ট, মানি প্লান্ট, ব্রাজিলিয়ান লাকি প্লান্ট, এগ্লোনিমা, ডাইফেনবেচিয়া, ও লাকি বাম্বু। এগুলির মধ্যে ডাইফেনবেচিয়া সবচেয়ে কম পরিচর্যা করলেও চলে। কারণ, এতে জল খুব কম লাগে। এছাড়া গাছের খাদ্য বলতে খুব একটা কিছু দিতে হয় না। তাই খুব সহজেই ঘরের পরিবেশে এই গাছ গুলি রাখা সম্ভব। শুধু হালকা রোদের আলো পেলেই গাছ গুলি অনেকদিন পর্যন্ত সুন্দর ভাবে থাকতে পারে। ফলে এই গাছ খুব সহজেই ঘর ঠান্ডা রাখা সম্ভব।"
তিনি আরোও জানান, "এই সমস্ত গাছ গুলির মধ্যে রয়েছে এরিকা পাম, স্নেক প্লান্ট, মানি প্লান্ট, ব্রাজিলিয়ান লাকি প্লান্ট, এগ্লোনিমা, ডাইফেনবেচিয়া, ও লাকি বাম্বু। এগুলির মধ্যে ডাইফেনবেচিয়া সবচেয়ে কম পরিচর্যা করলেও চলে। কারণ, এতে জল খুব কম লাগে। এছাড়া গাছের খাদ্য বলতে খুব একটা কিছু দিতে হয় না। তাই খুব সহজেই ঘরের পরিবেশে এই গাছ গুলি রাখা সম্ভব। শুধু হালকা রোদের আলো পেলেই গাছ গুলি অনেকদিন পর্যন্ত সুন্দর ভাবে থাকতে পারে। ফলে এই গাছ খুব সহজেই ঘর ঠান্ডা রাখা সম্ভব।"
advertisement
5/5
বর্তমান সময়ে একাধিক বাড়িতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখার চল রয়েছে। আর এই ইনডোর প্লান্ট গুলি গরম থেকে খুব সহজেই স্বস্তি দিতে পারে। তাইতো গরমের মরসুমে প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখতে বাড়িতে নিয়ে আসুন বেশ কিছু ইনডোর প্লান্ট। স্বল্প পরিচর্যায় বেশ অনেকটাই আরাম প্রদান করতে পারবে এই গাছ গুলি।
বর্তমান সময়ে একাধিক বাড়িতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখার চল রয়েছে। আর এই ইনডোর প্লান্ট গুলি গরম থেকে খুব সহজেই স্বস্তি দিতে পারে। তাইতো গরমের মরসুমে প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখতে বাড়িতে নিয়ে আসুন বেশ কিছু ইনডোর প্লান্ট। স্বল্প পরিচর্যায় বেশ অনেকটাই আরাম প্রদান করতে পারবে এই গাছ গুলি।
advertisement
advertisement
advertisement