Gym Joining Age: জিমে যাচ্ছেন, বয়স কত? রোগা হতে গিয়ে বিরাট ক্ষতি করছেন শরীরের, ঘনিয়ে আসবে মহাবিপদ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
জিমে যাওয়ার সঠিক বয়স কী, এই প্রশ্নের উত্তর জানা জরুরি
advertisement
advertisement
advertisement
তিনি জানিয়েছেন যে খেলাধুলা শিশুদের জন্য ব্যায়াম করা ভাল৷ ডঃ সতীশ কুমার জানিয়েছেন যে ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য খেলাধুলার চেয়ে ভাল ব্যায়াম আর কিছু নেই। শুধুমাত্র খেলাধূলাই শিশুদের শারীরিক বিকাশে সাহায্য করে এবং তাদের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। ব্যাডমিন্টন, টেনিস, স্কিপিং-এর মতো শারীরিক খেলা এই বয়সের শিশুদের জন্য খুবই উপকারী।
advertisement
advertisement
advertisement
জিমে যাওয়ার সময়ে প্রথমদিকে কিছু জিনিস মাথায় রাখতে হবে৷ যেমন শুরুতে দীর্ঘ অনুশীলন করবেন না। বরং ধীরে ধীরে ব্যায়ামের সময় বাড়ান। এ ছাড়া দ্রুত পেশি তৈরির জন্য কোনও সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না। খাদ্যাভ্যাসের পূর্ণ যত্ন নেওয়া উচিত এবং খাবারে যতটা সম্ভব পুষ্টিকর জিনিস অন্তর্ভুক্ত করা উচিত।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷