'ছেলের বন্ধুর শরীরটা বিছানায় পাগল করছে রোজ, ছেলে জেনে ফেলেছে'

Last Updated:
সমস্যার সমাধান করলেন বিশিষ্ট মনোবিদ
1/6
ও আমার থেকে অনেক ছোট, আমার ছেলের বন্ধু... ওর সঙ্গে শারীরিকভাবে জড়িয়ে পড়েছি। প্রথমপ্রথম মাসে এক- আধবার করে ও আমার কাছে আসত... কিন্তু ক্রমে তা বাড়তে থাকে। ধীরে ধীরে বুঝতে পারি আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়েছি।
ও আমার থেকে অনেক ছোট, আমার ছেলের বন্ধু... ওর সঙ্গে শারীরিকভাবে জড়িয়ে পড়েছি। প্রথমপ্রথম মাসে এক- আধবার করে ও আমার কাছে আসত... কিন্তু ক্রমে তা বাড়তে থাকে। ধীরে ধীরে বুঝতে পারি আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়েছি।
advertisement
2/6
ধীরে ধীরে বুঝতে পারি, ওকে যে আমি ভালবাসি, তেমনটা নয়! আসলে, ওর শরীরটাকে আমি ভালবাসি। ওর শরীরের নেশা আমায় পেয়ে বসেছে! পাগলের মত ওর হাতছানিতে ধরা দিতে থাকি! বারবার...প্রতিবার!
ধীরে ধীরে বুঝতে পারি, ওকে যে আমি ভালবাসি, তেমনটা নয়! আসলে, ওর শরীরটাকে আমি ভালবাসি। ওর শরীরের নেশা আমায় পেয়ে বসেছে! পাগলের মত ওর হাতছানিতে ধরা দিতে থাকি! বারবার...প্রতিবার!
advertisement
3/6
স্বাভাবিকভাবে একটা সময় আমার ছেলের সন্দেহ হয়। একদিন ও আমাদের হাতেনাতে ধরে ফেলে। আমি ওকে সবটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও কিছুই শুনতে চায় না। আমার সঙ্গে ও আর কথা বলেনা। হয়তো আমার প্রতি ওর ঘৃণা তৈরি হয়েছে!
স্বাভাবিকভাবে একটা সময় আমার ছেলের সন্দেহ হয়। একদিন ও আমাদের হাতেনাতে ধরে ফেলে। আমি ওকে সবটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও কিছুই শুনতে চায় না। আমার সঙ্গে ও আর কথা বলেনা। হয়তো আমার প্রতি ওর ঘৃণা তৈরি হয়েছে!
advertisement
4/6
ইদানীং আমার স্বামীও আঁচ করতে পারছেন যে আমার জীবন আর আগের মত নেই! কী করব বুঝতে পারছি না! একদিকে আমার ছেলে, আমার স্বামী, অন্যদিকে ওই ছেলেটার শরীরের হাতছানি। জানি আমি হয়তো আমি আমার সংসারের প্রতি সুবিচার করছি না, কিন্তু ওই শরীরের মোহ ত্যাগ করাও আমার পক্ষে সম্ভব নয়।
ইদানীং আমার স্বামীও আঁচ করতে পারছেন যে আমার জীবন আর আগের মত নেই! কী করব বুঝতে পারছি না! একদিকে আমার ছেলে, আমার স্বামী, অন্যদিকে ওই ছেলেটার শরীরের হাতছানি। জানি আমি হয়তো আমি আমার সংসারের প্রতি সুবিচার করছি না, কিন্তু ওই শরীরের মোহ ত্যাগ করাও আমার পক্ষে সম্ভব নয়।
advertisement
5/6
চিঠিটা বাঁকুড়া থেকে আমাদের দফতরে পাঠিয়েছেন কমলিকা বন্দ্যোপাধ্যায় (নাম অপরিবর্তিত)। চিঠিটি পড়ে মনোদিদের বক্তব্য-- দেখুন, আমাদের প্রত্যেকের ভাল থাকার জন্য সুস্থ শারীরিক সম্পর্ক প্রয়িজনীয়। আপনি কার সঙ্গে যৌন সম্পর্কে তৃপ্তি পান, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার! কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে আপনার একটা সংসার আছে, ছেলে ও স্বামী রয়েছে।
চিঠিটা বাঁকুড়া থেকে আমাদের দফতরে পাঠিয়েছেন কমলিকা বন্দ্যোপাধ্যায় (নাম অপরিবর্তিত)। চিঠিটি পড়ে মনোদিদের বক্তব্য-- দেখুন, আমাদের প্রত্যেকের ভাল থাকার জন্য সুস্থ শারীরিক সম্পর্ক প্রয়িজনীয়। আপনি কার সঙ্গে যৌন সম্পর্কে তৃপ্তি পান, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার! কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে আপনার একটা সংসার আছে, ছেলে ও স্বামী রয়েছে।
advertisement
6/6
আপনি যার সঙ্গে শারীরিকভাবে জড়িয়ে পড়েছেন, সে আপনার ছেলের বন্ধু। ছেলে জানতে পেরেছে। তার রিঅ্যাক্ট করাটাও স্বাভাবিক। ছেলের সঙ্গে খোলাখুলি কথা বলুন। আপনার সমস্যাটা বুঝিয়ে বলুন। নিশ্চয়ই শারীরিক দিক থেকে কোনও একটা না-পাওয়া থেকেই আপনি স্বামীকে ছেড়ে এই ছেলেটির কাছে গিয়েছেন। সেই না-পাওয়াটা স্বামীকে খুলে বলুন। বোঝান। চেষ্টা করুন শারীরিকভাবে ফের একবার স্বামীর কাছাকাছি আসতে!
আপনি যার সঙ্গে শারীরিকভাবে জড়িয়ে পড়েছেন, সে আপনার ছেলের বন্ধু। ছেলে জানতে পেরেছে। তার রিঅ্যাক্ট করাটাও স্বাভাবিক। ছেলের সঙ্গে খোলাখুলি কথা বলুন। আপনার সমস্যাটা বুঝিয়ে বলুন। নিশ্চয়ই শারীরিক দিক থেকে কোনও একটা না-পাওয়া থেকেই আপনি স্বামীকে ছেড়ে এই ছেলেটির কাছে গিয়েছেন। সেই না-পাওয়াটা স্বামীকে খুলে বলুন। বোঝান। চেষ্টা করুন শারীরিকভাবে ফের একবার স্বামীর কাছাকাছি আসতে!
advertisement
advertisement
advertisement