মৌপর্ণার চিঠির উত্তরে কলকাতার এক নামী মনরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অনেকেই এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে৷ মনে রাখতে হবে, সম্পর্কটি আসলে বিষাক্ত৷ অতএব না-এগনোই বুদ্ধিমানের৷ মৌপর্ণা, আপনাকে প্রথমেই ঠিক করতে হবে, আপনি কী চাইছেন? আপনি যদি মনে করেন, এই সম্পর্কে আপনার শরীর ছাড়া কোনও সম্মানের জায়গা নেই৷ তা হলে বলব, বেরিয়ে আসার চেষ্টা করুন৷ জীবনে শুধু সেক্সটাই বড় কথা নয়৷ মনে আনন্দটাও গুরুত্বপূর্ণ৷ আর মনের আনন্দ সেক্সে মেটে না৷ রোজ সকালে মেডিটেশন বা ধ্যান করতে পারেন৷ সুফল পাবেন৷ মেডিটেশনেই নিজেকে প্রশ্ন করুন, উত্তর মিলে যাবে৷ ওটাই ওষুধ৷