Relationship Tips: ব্রেক-আপের ধাক্কায় ডুবে যাচ্ছেন? কোনও সম্পর্কই কিন্তু ব্যর্থ না! প্রেম না ভুলে এগুলি করুন

Last Updated:
Relationship Tips: কোন‌ও সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়। ব্রেক আপ হলে এগুলি জেনে নিন।
1/9
কোন‌ও সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি।
কোন‌ও সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি।
advertisement
2/9
সময়ের হিসাব করা বাদ দিন, ব্রেকআপের ঠিক এত দিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ, কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর সময় বেঁধে দেবেন না। নিজের উপর চাপ তৈরি করবেন না।
সময়ের হিসাব করা বাদ দিন, ব্রেকআপের ঠিক এত দিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ, কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর সময় বেঁধে দেবেন না। নিজের উপর চাপ তৈরি করবেন না।
advertisement
3/9
নিজের উপর জোর করবেন না: রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন। মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভাল থাকার চেষ্টা করবেন না।
নিজের উপর জোর করবেন না: রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন। মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভাল থাকার চেষ্টা করবেন না।
advertisement
4/9
বই, গান বা সিনেমায় ডুব দিন: নিজের শখের আর ভাল লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না। যা ভাল লাগে, তা–ই করুন। পড়তে ভাল লাগলে পড়ুন, আঁকতে ভাল লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
বই, গান বা সিনেমায় ডুব দিন: নিজের শখের আর ভাল লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না। যা ভাল লাগে, তা–ই করুন। পড়তে ভাল লাগলে পড়ুন, আঁকতে ভাল লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
advertisement
5/9
অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন, প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কী হলে কী হতো—এই চিন্তা মানুষকে সামনে এগোতে দেয় না!
অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন, প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কী হলে কী হতো—এই চিন্তা মানুষকে সামনে এগোতে দেয় না!
advertisement
6/9
সম্পর্ককে কখনওই ব্যর্থ ভাববেন না, কোন‌ও সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন।
সম্পর্ককে কখনওই ব্যর্থ ভাববেন না, কোন‌ও সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন।
advertisement
7/9
বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে: পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিল নেই মানেই সবকিছু শেষ নয়। বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ।
বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে: পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিল নেই মানেই সবকিছু শেষ নয়। বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ।
advertisement
8/9
কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোন‌ও যুগলের ছবি বা হাসিখুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটা বিরতি নিন।
কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোন‌ও যুগলের ছবি বা হাসিখুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটা বিরতি নিন।
advertisement
9/9
তবে এসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না। বরং স্বাভাবিক জীবন যাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়। এই জীবনে দুঃখ–কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথচলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে।
তবে এসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না। বরং স্বাভাবিক জীবন যাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়। এই জীবনে দুঃখ–কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথচলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে।
advertisement
advertisement
advertisement