লকডাউনের একঘেয়েমি কেটে দাম্পত্যে ফিরে আসবে শুরুর দিকের মাধুর্য, শুধু এই বিষয়গুলো খেয়াল রাখুন

Last Updated:
সুখী থাকতে হলে কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। তাহলেই দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে।
1/6
বিবাহিত জীবনে সুখী থাকার চাবিকাঠি হল পরস্পরের মন ভালো রাখা। একে অপরের মন ভালো রাখলেই উভয়েই ভালো থাকা সম্ভব। একসঙ্গে থাকলে মনোমালিন্য হবে। এবং এটাই স্বাভাবিক। কিন্তু এসব কাটিয়ে কীভাবে দু'জনে সুখী থাকবেন সে দিকে নজর দিতে হবে। সুখী থাকতে হলে কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। তাহলেই দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে।
বিবাহিত জীবনে সুখী থাকার চাবিকাঠি হল পরস্পরের মন ভালো রাখা। একে অপরের মন ভালো রাখলেই উভয়েই ভালো থাকা সম্ভব। একসঙ্গে থাকলে মনোমালিন্য হবে। এবং এটাই স্বাভাবিক। কিন্তু এসব কাটিয়ে কীভাবে দু'জনে সুখী থাকবেন সে দিকে নজর দিতে হবে। সুখী থাকতে হলে কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখতে হবে। তাহলেই দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে।
advertisement
2/6
গিফ্ট - কোনও বিশেষ দিনে প্রিয়জনকে গিফ্ট দিতেই পারেন। দামি গিফ্ট দিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। খুব সাধারণ গিফ্ট দেওয়া যেতে পারে। আর দিন? গিফ্ট দিতে কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না। যে কোনও দিন আপনার প্রিয়জনকে গিফ্ট দিতে পারেন। অফিস থেকে ফেরার পথে হোক অথবা বাজার করতে যাওয়ার সময়, প্রিয়জনের জন্য যে কোনও ছুতোয় গিফ্ট আনতেই পারেন।
গিফ্ট - কোনও বিশেষ দিনে প্রিয়জনকে গিফ্ট দিতেই পারেন। দামি গিফ্ট দিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। খুব সাধারণ গিফ্ট দেওয়া যেতে পারে। আর দিন? গিফ্ট দিতে কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না। যে কোনও দিন আপনার প্রিয়জনকে গিফ্ট দিতে পারেন। অফিস থেকে ফেরার পথে হোক অথবা বাজার করতে যাওয়ার সময়, প্রিয়জনের জন্য যে কোনও ছুতোয় গিফ্ট আনতেই পারেন।
advertisement
3/6
গ্রিটিং কার্ড - প্রিয়জনকে মনের কথাটি লিখে একটা গ্রিটিংস কার্ড দিতেই পারেন। এতে দু'জনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। যে কোনও দিনে বা কোনও বিশেষ মুহূর্তের জন্য গ্রিটিংস কার্ড আপনার প্রিয়জনের মন ভালো করে দেবে একথা নিশ্চিত। আপনার প্রিয়জনের পছন্দের রঙের কার্ড গিফ্ট করতেই পারেন।
গ্রিটিং কার্ড - প্রিয়জনকে মনের কথাটি লিখে একটা গ্রিটিংস কার্ড দিতেই পারেন। এতে দু'জনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। যে কোনও দিনে বা কোনও বিশেষ মুহূর্তের জন্য গ্রিটিংস কার্ড আপনার প্রিয়জনের মন ভালো করে দেবে একথা নিশ্চিত। আপনার প্রিয়জনের পছন্দের রঙের কার্ড গিফ্ট করতেই পারেন।
advertisement
4/6
একসঙ্গে রান্না - কোনও বিশেষ দিন বা কোনও ছুটির দিনে একসঙ্গে দু'জনে মিলে রান্না করা যেতে পারে। দু'জন দু'জনের জন্য প্রিয় খাবারগুলি বানান। এতে সম্পর্ক যেমন ভালো হবে অন্য দিকে উভয়েই বুঝবেন তাঁর প্রিয়জন কতটা কেয়ারিং। একে অপরকে কফি বা চা বানিয়েও খাওয়াতে পারেন।
একসঙ্গে রান্না - কোনও বিশেষ দিন বা কোনও ছুটির দিনে একসঙ্গে দু'জনে মিলে রান্না করা যেতে পারে। দু'জন দু'জনের জন্য প্রিয় খাবারগুলি বানান। এতে সম্পর্ক যেমন ভালো হবে অন্য দিকে উভয়েই বুঝবেন তাঁর প্রিয়জন কতটা কেয়ারিং। একে অপরকে কফি বা চা বানিয়েও খাওয়াতে পারেন।
advertisement
5/6
একে অপরকে মাসাজ করে দিতে পারেন - অবসর সময়ে একে অপরকে মাসাজ করে দিতে পারেন। যদি ফুল বডি মাসাজ না করতে চান তাহলে হাত অথবা পা মাসাজ করে দিতে পারেন।
একে অপরকে মাসাজ করে দিতে পারেন - অবসর সময়ে একে অপরকে মাসাজ করে দিতে পারেন। যদি ফুল বডি মাসাজ না করতে চান তাহলে হাত অথবা পা মাসাজ করে দিতে পারেন।
advertisement
6/6
পুরনো স্মৃতি আলোচনা করতে পারেন - আপনাদের কোনও পুরনো স্মৃতি মনে করতে পারেন। কোথায় সেই স্মৃতি জড়িত সেই সব নিয়েও আলোচনা করলে সম্পর্ক ভালো হয়। পাশাপাশি আপনার যদি দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক থাকে তাহলে কী ভাবে আপনাদের মধ্যে পরিচয় হল, কী ভাবে সম্পর্ক তৈরি হল সে সব নিয়েও আলোচনা করতেই পারেন।
পুরনো স্মৃতি আলোচনা করতে পারেন - আপনাদের কোনও পুরনো স্মৃতি মনে করতে পারেন। কোথায় সেই স্মৃতি জড়িত সেই সব নিয়েও আলোচনা করলে সম্পর্ক ভালো হয়। পাশাপাশি আপনার যদি দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক থাকে তাহলে কী ভাবে আপনাদের মধ্যে পরিচয় হল, কী ভাবে সম্পর্ক তৈরি হল সে সব নিয়েও আলোচনা করতেই পারেন।
advertisement
advertisement
advertisement