Sexual Relationship: মন ছুঁয়ে সম্পর্ক এগোচ্ছে শরীরে! কী ভাবে বুঝবেন মিলিয়ে নিন লক্ষণ অনুযায়ী
- Published by:Raima Chakraborty
Last Updated:
যখন ভালোলাগার মানুষের সঙ্গে প্রথম দেখা হয় তখন একটা আলাদা উত্তেজনা দেখা দেয়। একটি নার্ভাসনেস কাজ করে। (Sexual Relationship)
মনের মতো মানুষকে দেখে যৌন কামনা আসতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। দুটি মানুষ একে অপরের প্রতি শারীরিক মিলনে আকৃষ্ট হয় যখন তাঁরা যৌন উত্তেজনার মধ্যে দিয়ে যায়। এইসবের কিছু লক্ষণ রয়েছে। যখন ভালোলাগার মানুষের সঙ্গে প্রথম দেখা হয় তখন একটা আলাদা উত্তেজনা দেখা দেয়। একটি নার্ভাসনেস কাজ করে। বুকের ভেতরে হার্টবিট ধক ধক করে ওঠে। গায়ে হাতে কাপুনি দেয়। কথা বলার সময় গলার আওয়াজের পরিবর্তন হয়ে যেতে পারে। মনে হতে পারে গোটা শরীরে বিদ্যুৎ চলাচল করছে। এইসবই যৌন উত্তেজনা বাড়তে থাকার লক্ষণ। এগুলি দুই তরফ থেকেই হতে পারে। এইসবের জন্য কখনই নিজেকে অন্যের কাছে লজ্জিত বোধ করার কিছু নেই, কারণ সামনের মানুষটিও ওই একই পরিস্থির মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন। সেটা ভুললে চলবে না। নানা সমীক্ষায় উঠে এসেছে এই সব লক্ষণের মানে, সেই সম্পর্কে দুর্দান্ত যৌন উত্তেজনার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যেকার রসায়ন চূড়ান্ত পর্যায়ে যেতে পরে। এমনই আরও কিছু বিষয়ে নীচে আলোচনা করা হল।
advertisement
চোখের যোগাযোগ প্রথম ডেটে চোখের যোগাযোগের মধ্যমে বোঝা যায় যে সে কটতা আগ্রহী অপরজনকে নিয়ে। যখন সামনের ব্যক্তি কথা বলে বা কোনও কিছু নিয়ে বোঝাবার চেষ্টা করে তখন দেখে নিতে হবে তিনি চোখের দিকে তাকিয়ে কথা বলছেন কিনা। যদি তিনি চোখে চোখ রেখে কথা বলতে থাকেন তাহলে বুঝে নিতে হবে তিনি অপরজনের প্রতি শারীরিক মিলনে ভীষণ আগ্রহী।
advertisement
advertisement
advertisement