‘‘ডাক্তারবাবু পিরিয়ড চলছে, এই অবস্থায় শারীরিক মিলন কি করব’’- লোকলজ্জা ঝেড়ে ফেলুন, ডুবে যান দেদার সেক্সে !
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পিরিয়ডস মানেই ভারতীয় সমাজে একটা ছুৎমার্গ ৷ এই করা যাবে না ওই করা যাবে না এই সব নিয়মের বেড়াজালে আটকে থাকে জীবন ৷ এই অবস্থায় যৌন মিলন নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকে ৷ এই সব নিয়মের বেড়াজালে আটকে থাকে জীবন ৷
পিরিয়ডস মানেই ভারতীয় সমাজে একটা ছুৎমার্গ ৷ এই করা যাবে না ওই করা যাবে না এই সব নিয়মের বেড়াজালে আটকে থাকে জীবন ৷ এই অবস্থায় যৌন মিলন নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকে ৷ কিন্তু কাউকে সেটা করাও যায় না ৷ বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷ Photo - Representive Image