Relationship Tips: নেগেটিভ চিন্তাধারার জীবনসঙ্গীর সঙ্গে কীভাবে আচরণ করতে হবে ?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কেউ যদি জীবনের সব বিষয়ে পজিটিভ থাকতে পারেন, তাহলে জীবনসঙ্গীর নেগেটিভিটিও তিনি দূর করতে পারেন।
লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ মেরেজ যাই হোক না কেন, অনেক ক্ষেত্রেই কিছুদিন পর থেকেই মনোমালিন্য দেখা দেয়। অবশেষে তা ডিভোর্সের রূপ নেয়। এমনটা হয়তো কেউই আশা করে না। সকলেই চায় শান্তির জীবন। কিন্তু, অনেক ক্ষেত্রেই এমনটা হয়না। কিছুক্ষেত্রে দেখা গিয়েছে, জীবনসঙ্গীর নেগেটিভ চিন্তাধারা মনোমালিন্যের মূল কারণে পরিণত হয়েছে। এই নেগেটিভ চিন্তাধারা জীবনসঙ্গীর সঙ্গে সঠিক আচরণ করা যায়, তাহলেই মিলতে পারে সুখী দাম্পত্য জীবন।
advertisement
নেগেটিভ চিন্তাধারাকে ব্যক্তিগত না নেওয়াই ভালো - প্রথমেই বলে রাখা ভালো সঙ্গীর নেগেটিভ চিন্তাধারাগুলি ব্যক্তিগত না নিলেই জীবন আরও সুখের হয়ে উঠবে। সঙ্গীর নেগেটিভ চিন্তাধারাগুলি তাঁর মনের ভিতরে লড়াইয়ের একটি অংশ। এগুলো নিয়ে যদি কেউ প্রভাবিত হয়, তাহলে দাম্পত্য জীবনে দুঃখ নেমে আসতে পারে। হতে পারে এই বিষয়গুলি ভীষণ চ্যালেঞ্জিং তবে কেউ যদি এই সব নিয়ে বিশেষ প্রভাবিত না হয় তাহলেই দাম্পত্য জীবন আরও সুখের হয়ে উঠবে।
advertisement
সবকিছুতেই পজিটিভ থাকতে হবে - কেউ যদি জীবনের সব বিষয়ে পজিটিভ থাকতে পারেন, তাহলে জীবনসঙ্গীর নেগেটিভিটিও তিনি দূর করতে পারেন। সঙ্গীর তরফ থেকে আসা যে কোনও নেগেটিভ চিন্তাভাবনা এক নিমেষে পজিটিভ চিন্তাভাবনায় পরিণত করা যেতে পারে। আসলে সঙ্গী যদি নেগেটিভ চিন্তা করে দুখী হয়ে যায় তখন অন্যজনকে পজিটিভ হতেই হয়। এতে ব্যালেন্স বজায় থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement