Relationship : সম্পর্কে অন্ধ বিশ্বাস? মনের মানুষ ঠকাচ্ছেন না তো? দেখে নিন লক্ষণ মিলিয়ে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
বুঝে গেলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেকটা সহজ হয় এবং নিজেকেও সময় দেওয়া যায়।
বোঝাপড়ার অভাব থেকে বন্ধুত্ব নষ্ট, সম্পর্ক খারাপ হতে পারে অনেক কারণে। এমন কিছুর জন্য সম্পর্ক খারাপ হলে মানিয়ে নেওয়া যায়, কিন্তু কেউ যদি ঠকিয়ে চলে যায়, তা বড়ই বেদনাদায়ক হয় এবং পরবর্তী ক্ষেত্রে সম্পর্কে জড়ানোয় তা প্রভাব ফেলে। অনেক সম্পর্কেই এমন হয়, অনেকদিন ধরে ঠকালেও তা বোঝা সম্ভব হয় না। হঠাৎ কোনও কিছু জানতে পারলে তাই সেটা থেকে বের হতে সময় লেগে যায়।
advertisement
advertisement
১. ডেটে গিয়ে যদি প্রথমেই কেউ বলে সে সম্পর্কে জড়াতে চায় না যে কোনও সম্পর্কের শুরু ধীরে ধীরেই হয়। ফলে ডেটিংয়ের শুরুতেই যদি কেউ বলে সে সম্পর্কে জড়াতে চায় না তা হলে সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে সে সত্যিই কোনও সম্পর্কে জড়াতে চায় না। কেউ যদি এর পরও এমন মানুষজনকে ডেট করে, তা হলে কিন্তু পরে সমস্যা হতে পারে।
advertisement
২. ফ্লার্ট করছে কিন্তু একসঙ্গে বেরোতে চাইছে না অনেক সময়ই অনেকে ফ্লার্ট করতে থাকে, যা দেখে মনে হতে পারে সে উল্টো দিকের মানুষটিকে অত্যন্ত পছন্দ করে। কিন্তু ঘুরতে যাওয়া, খেতে যাওয়ার বেলায় না পসন্দ। এমন হলে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। এমন মানুষের থেকে নিজেকে দূরে রাখা ভালো কারণ এমন মানুষজনের অন্য সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে বলেই তারা বাইরে একসঙ্গে বেরোতে চায় না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement