জেনে নিন, যৌন মিলনের সময় ঠিক কোন কোন শব্দ মিলনের আনন্দ বাড়িয়ে তোলে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সেই 'সিক্রেট কোড' গুলো কী কী যা আপনার পার্টনারকে বেশি আকর্ষণ করে ?
'সসি ডেটস' নামের একটি অনলাইন এজেন্সি ৫০২৪ জন ইউজারের উপর একটি সমীক্ষা করে। তাঁদের জিজ্ঞেস করা হয়েছিল, সেক্স-এর সময় তাঁরা কী ধরনের শব্দ বা কথা শুনতে ভালবাসেন? ৯০ শতাংশেরও বেশি পুরুষ জানান, হালকা গোঙানির শব্দই সেক্স-এর উত্তেজনা বাড়িয়ে তোলে। তবে এক্ষেত্রে মহিলাদের সংখ্যাটা কম। ৭৭.৬ শতাংশ মহিলা তাঁদের পার্টনারের গোঙানি উপভোগ করেন।