'বাচ্চা ছেলেটা আমায় শেষ করে দেয় প্রতি মুহূর্তে, স্বামী বুঝতে পেরেছে, কী করব?'
Last Updated:
শারীরিক চাহিদার সঙ্গে অনেক সময়ই বোধ হয় মানসিক চাহিদার মিল হয় না৷ অর্থাত্, সঙ্গী বা সঙ্গিনী একে অপরকে মন থেকে ভালোবেসেও শারীরিক ভাবে মিলিত হতে পারছেন না৷ এমনই একটি সমস্যা নিয়ে চিঠিটি এসেছে আমাদের কাছে৷ জলপাইগুড়ির দেবযানী সরকার (নাম পরিবর্তিত) চিঠিটি লিখেছেন৷ তাঁর বয়স ৩৭৷ বছর ২০-র একটি ছেলের প্রতি আকর্ষণ৷ উত্তর দিয়েছেন বিশিষ্ট মনোবিদ৷
advertisement
দেবযানী লিখছেন, 'আমাদের বিয়ে হয়েছে ৭ বছর৷ আমার স্বামী খুবই ভালো মানুষ৷ খুবই শিক্ষিত ও কেয়ারিং৷ স্বামীকে ভালোবাসি৷ কিন্তু কোনও ভাবেই ওর সঙ্গে যৌন মিলনে আগ্রহ পাই না৷ রোজই কোনও না কোনও বাহানায় বিষয়টিকে উড়িয়ে দিই৷ আমি জোর করে বিয়ে করিনি৷ দেখাশোনা করেই বিয়ে হয়েছিল৷ আমরা এই নিয়ে নেজেদের মধ্যে বিশেষ আলোচনা করি না৷ আমাদের মধ্যে মিলন হয় খুব ক্কচিত্৷ কিন্তু আমার স্বামীর এক খুড়তুতো ভাইয়ের শরীরটা আমায় টানে৷ আমি বুঝতে পারছি স্বামীকে ঠকাচ্ছি৷ ভুল করছি৷ কিন্তু কী করে এই অবস্থা থেকে বেরবো বুঝতে পারছি না৷ প্লিজ আমায় সাহায্য করুন৷ সম্প্রতি আমার স্বামী বিষয়টি আঁচ করেছেন৷'
advertisement
advertisement
মনোবিদের উত্তর, 'বিশ্বাস গড়তে সময় লাগে৷ কেউ বিশ্বাস করতে বললেই, করা যায় না৷ তাই আপনি আগে স্বামীর সঙ্গে জীবনের সুখ-দুঃখগুলি শেয়ার করুন৷ বন্ধুর মতো মেশার চেষ্টা করুন৷ তার জন্য আগে নিজের মনকে স্থির করতে হবে৷ তার জন্য দরকার মনসংযোগ৷ স্বামীকে খোলাখুলি জিজ্ঞেস করুন, সম্পর্কের ঠিক কোথায় খামতি হচ্ছে৷ কিন্তু একেবারেই পরিবারের কারও সঙ্গে এ বিষয়ে আলোচনা নয়৷ কারণ বাইরের পাঁচ রকম কথা অন্য সমস্যা আনতে পারে৷'
advertisement