

• আত্মবিশ্বাসী ও স্বনির্ভর: মেয়েরা সবসময়েই চায়, তাঁর পুরুষ সঙ্গীটি আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হবেন। আত্মবিশ্বাস থাকবে প্রতিটি পদক্ষেপে। আর স্বনির্ভরতা শুধু মাত্র আর্থিক দিক থেকে নয়, থাকতে হবে সমস্ত দিক থেকে। তাহলে মেয়েরা বেশি খুশি হয়।


• সংবেদনশীল: সাধারণত গড়পড়তা নারীর মন সংবেদনশীল হয়। পুরুষ অপেক্ষা নারীর মনের সংবেদনশীলতা অনেক বেশি। সেই কারণে মেয়েরা চায় তাঁর পুরুষ সঙ্গীটিও সংবেদনশীল হোক। যাতে রাস্তায় আহত প্রাণী দেখলে বা মানুষ দেখলে সে ছুটে যায়।


• ভালবাসায় ভরা যৌনতা: মেয়েরা কেবল মাত্র কামতাড়িত যৌনতা চায় না। অনেকেই চায় যে রকম সম্পর্কের যৌনতাই হোক, সেটা যেন ভালবাসায় মোড়া যৌনতা হয়। ফলে শুধু কামের তাড়নায় যৌনা মিলনের স্বপ্ন কম মেয়েরা দেখেন। তাঁরা ভালবাসায় মোড়া যৌনতার স্বপ্ন দেখেন।


• বন্ধুত্ব পরায়ন: সঙ্গী সর্বদা বেস্ট ফ্রেন্ড হলে আর সংসারে সমস্যা থাকে না। অশান্তি হয়ত থাকবে, তা মিটেও যাবে। মেয়েরা এটাই স্বপ্ন দেখে যে তার জীবনসঙ্গী হবে তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। তাতে জীবন আরও সুন্দর হবে।


• চমকে ভরা: যেভাবে ভারতীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, তাতে নারীর কাছে চমক একটা বড় পাওনা। সেখানে পুরুষটি যদি উপহারে বা কাজে নারীকে চমকে দিতে পারে, সারপ্রাইজ করতে পারে, তাহলে তার থেকে ভাল কিছু হয় না। এর মানে এই নয় যে মেয়েরা সারপ্রাইজ করতে চায় না। চায়, কিন্তু পুরুষদেকর থেকে মেয়েদের মনেই এই চাহিদা বেশি থাকে যে, বুঝি তার সঙ্গী তাকে চমকে দেবেন কোনও একটি ঘটনায়।