সকলের জীবনেই এমন অনেক কথা থাকে, যা অপরকে বলা যায় না৷ মা বাবা, আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবের তেকে তো বটেই, অনেকে জীবনের সঙ্গীর থেকেও বেশ কিছু কথা লুকিয়ে রাখেন৷ কিন্তু কয়েকটি বিষয় আছে, যা সাধারণত মহিলারা তাঁদের জীবনসঙ্গীর থেকে লুকিয়ে রাখতেই পছন্দ করেন৷ যে কথাগুলো শুনলে আপনারা চমকে যাবেন৷
advertisement
2/6
১৷ অনেকেই নিজের প্রাক্তনের কথা স্বামীর কাছে বলতে চান না৷ কোনও অসৎ উদ্দেশ্যে নয়, বরং ঝামেলা এড়াতেই এই পরিকল্পনা থাকে তাঁদের৷ তাই স্ত্রীয়েরা কখনোই স্বামীকে প্রাক্তন প্রেমিকের কথা বলতে চান না৷
advertisement
3/6
২৷ বিয়ের পর নববধূর ওপর বিশাল দায়িত্ব থাকে। নতুন পরিবারের সাথে খাপ খাইয়ে নিতে হয় তাঁকে। এদিকে মা ছেলেকে বিয়ে দিয়ে আর আগের মতো করে পান না। শ্বাশুড়ি, পরিবারের সমস্যা, এসব নিয়ে অনেক কথাই স্বামীকে তাঁর স্ত্রী কখনোই বলতে পারেন না।
advertisement
4/6
৩৷ পুরনো জীবনের অনেক পছন্দই নতুন সংসারে আসার পর ছেড়ে দিতে হয় মেয়েদের৷ সেই ছেড়ে দেওয়া পছন্দের কথা নতুন বউ কখনই বলতে পারেন না স্বামীকে৷ অনেকে এটাকে আত্মত্যাগ হিসাবে দেখলেও এটি মোটেই সুস্থ জীবনের জন্য ঠিক নয়৷
advertisement
5/6
৪৷ মেয়েরা চারদেওয়ালের মধ্যে থেকেও অনেক সময়ে বাইরের জীবনে নতুন দিগন্তের পথে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন৷ কিন্তু নতুন সংসারে সেই ভবিষ্যৎ পরিকল্পনা, পেশা পছন্দের সুযোগ অনেক সময়েই তাঁরা পান না৷ বলতেও পারেন না কোন পেশায় তাঁরা যেতে চান৷
advertisement
6/6
৫৷ বিছানায় সুখী না হলেও মেয়েরা মুখ খুলতে পারে না। আমাদের সমাজে অনেক সময়েই কোনও মহিলার যৌন জীবনে কোনো সমস্যা হলে, তাঁরা সাধারণত মুখ বুজে তা সহ্য করেন। তাই একজন দায়িত্ববান স্বামী হিসাবে সবসময় নিজের স্ত্রীর খেয়াল রাখা দরকার। মহিলাদের যৌন চাহিদার কথাও জানতে চাওয়া দরকার৷