Myths about lemon honey water: সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুমধু মিশিয়ে খান? দেখুন উপকারের বদলে শরীরের কতটা ক্ষতি করেন

Last Updated:
Myths about lemon honey water: এই অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়৷ বলছেন পুষ্টিবিদ নেহা সহায়
1/6
আমরা ডায়েটিং করলে প্রথমেই ধরে নিই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করতে হবে ঈষদুষ্ণ জলে লেবু ও মধুর মিশ্রণ৷ আমরা অনেকেই বিশ্বাস করি, এতে আমাদের বাড়তি ওজন এবং মেদ ঝরে যায়৷
আমরা ডায়েটিং করলে প্রথমেই ধরে নিই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করতে হবে ঈষদুষ্ণ জলে লেবু ও মধুর মিশ্রণ৷ আমরা অনেকেই বিশ্বাস করি, এতে আমাদের বাড়তি ওজন এবং মেদ ঝরে যায়৷
advertisement
2/6
ঝকঝকে ত্বক পাওয়ার জন্যেও আমরা সকালে ঘুম থেকে উঠে চুমুক দিই লেবু মধর মিশ্রণে৷ কিন্তু এই অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়৷ বলছেন পুষ্টিবিদ নেহা সহায়৷
ঝকঝকে ত্বক পাওয়ার জন্যেও আমরা সকালে ঘুম থেকে উঠে চুমুক দিই লেবু মধর মিশ্রণে৷ কিন্তু এই অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়৷ বলছেন পুষ্টিবিদ নেহা সহায়৷
advertisement
3/6
পুষ্টিবিদ নেহার মতে, এই অভ্যাস আমমাদের শরীরে হিতের বদলে অহিতই করে বেশি৷
পুষ্টিবিদ নেহার মতে, এই অভ্যাস আমমাদের শরীরে হিতের বদলে অহিতই করে বেশি৷
advertisement
4/6
নেহা জানিয়েছেন, মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি৷ চিনির তুলনায় ক্যালরিও বেশি৷ কারণ খাঁটি মধু পাওয়া এখন কার্যত অসম্ভব৷ বাজারচলতি মধুতে চিনির সিরাপ মেশানো থাকে৷ ফলে শরীরের উপকার বিশেষ হয় না৷
নেহা জানিয়েছেন, মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি৷ চিনির তুলনায় ক্যালরিও বেশি৷ কারণ খাঁটি মধু পাওয়া এখন কার্যত অসম্ভব৷ বাজারচলতি মধুতে চিনির সিরাপ মেশানো থাকে৷ ফলে শরীরের উপকার বিশেষ হয় না৷
advertisement
5/6
পুষ্টিবিদ নেহা বলছেন, সকালে খালি পেটে এই চিনির সিরাপ মেশানো মধু খেলে বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা৷
পুষ্টিবিদ নেহা বলছেন, সকালে খালি পেটে এই চিনির সিরাপ মেশানো মধু খেলে বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা৷
advertisement
6/6
রক্তে শর্করার মাত্রা বাড়লে সারা দিন খাওয়ার পরিমাণও বেড়ে যাবে৷ তাই পুষ্টিবিদ নেহার ধারণা, সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুমধুর মিশ্রণ পান করলে উপকারে পরিবর্তে অপকারই হয়৷
রক্তে শর্করার মাত্রা বাড়লে সারা দিন খাওয়ার পরিমাণও বেড়ে যাবে৷ তাই পুষ্টিবিদ নেহার ধারণা, সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুমধুর মিশ্রণ পান করলে উপকারে পরিবর্তে অপকারই হয়৷
advertisement
advertisement
advertisement