চুলের গড়ন, ঘনত্ব, দৈর্ঘ্য এবং অকালপক্বতা-সহ অন্যান্য সমস্যা (hair problem) অনেকাংশে নির্ভর করে জিনের উপর৷ কিন্তু বাইরের অনেক কারণের উপরও চুলের ভালমন্দ নির্ভর করে৷ জিনের গঠন বা গতি পাল্টাতে পারব না আমরা৷ কিন্তু চুল ভাল রাখতে নিয়ন্ত্রণ করতেই পারি অন্যান্য বাহ্যিক শর্তগুলি (conditions to keep hair in good condition)৷