Rang Panchami 2024: আসছে রং পঞ্চমীর পুণ্যতিথি, কী করলে সংসারে শান্তি আসবে, দূর হবে আর্থিক কষ্ট, জানুন

Last Updated:
Rang Panchami 2024: রঙ পঞ্চমীতে শিবলিঙ্গতে দিন জলের সঙ্গে তিল ও গুড়।শনি ও মঙ্গল গ্রহ শান্ত হবে।কিছু জায়গায় হোলির ৫ দিন পরে রংপঞ্চমীর উৎসবও উৎসাহের সঙ্গে পালিত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, বিশেষ করে রংপঞ্চমীতে বিশেষ আয়োজন করা হয়।
1/4
রঙ পঞ্চমীতে শিবলিঙ্গতে দিন জলের সঙ্গে তিল ও গুড়। শনি ও মঙ্গল গ্রহ শান্ত হবে।জানালেন জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী। ( প্রতিবেদন: অনন্যা দে)
রঙ পঞ্চমীতে শিবলিঙ্গতে দিন জলের সঙ্গে তিল ও গুড়। শনি ও মঙ্গল গ্রহ শান্ত হবে।জানালেন জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী। ( প্রতিবেদন: অনন্যা দে)
advertisement
2/4
কিছু জায়গায় হোলির ৫ দিন পরে রংপঞ্চমীর উৎসবও উৎসাহের সঙ্গে পালিত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, বিশেষ করে রংপঞ্চমীতে বিশেষ আয়োজন করা হয়।
কিছু জায়গায় হোলির ৫ দিন পরে রংপঞ্চমীর উৎসবও উৎসাহের সঙ্গে পালিত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, বিশেষ করে রংপঞ্চমীতে বিশেষ আয়োজন করা হয়।
advertisement
3/4
জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী জানান,"রঙ পঞ্চমীতে আবীর দেওয়া উচিত ইষ্ট দেবতাকে।পাশাপাশি কুন্ডলিতে শনি ও মঙ্গলের অবস্থান খারাপ হলে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে।"
জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী জানান,"রঙ পঞ্চমীতে আবীর দেওয়া উচিত ইষ্ট দেবতাকে।পাশাপাশি কুন্ডলিতে শনি ও মঙ্গলের অবস্থান খারাপ হলে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে।"
advertisement
4/4
এই বছর রঙপঞ্চমী ২০২৪ সালের ৩০ মার্চ পালিত হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি ২৯ মার্চ ২০২৪ রাত ০৮ টা ২০ মিনিটে শুরু হবে এবং ৩০ মার্চ ২০২৪-এ পঞ্চমী তিথি শেষ হবে রাত ৯ টা ১৩ মিনিটে। এই অবস্থায় উদয় তিথি অনুযায়ী ৩০ মার্চ রঙপঞ্চমী উদযাপন করা উপযুক্ত হবে।
এই বছর রঙপঞ্চমী ২০২৪ সালের ৩০ মার্চ পালিত হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি ২৯ মার্চ ২০২৪ রাত ০৮ টা ২০ মিনিটে শুরু হবে এবং ৩০ মার্চ ২০২৪-এ পঞ্চমী তিথি শেষ হবে রাত ৯ টা ১৩ মিনিটে। এই অবস্থায় উদয় তিথি অনুযায়ী ৩০ মার্চ রঙপঞ্চমী উদযাপন করা উপযুক্ত হবে।
advertisement
advertisement
advertisement