Raksha Bandhan2023: ভাইয়ের রাশি অনুযায়ী সেই রঙের রাখি কিনুন! সংসারে উপচে পড়ে অর্থ, সুখ ও সমৃদ্ধি

Last Updated:
Raksha Bandhan2023: জ্যোতিষ মতে বিশ্বাস, রাশি অনুযায়ী সেই রঙের রাখি কিনলে শুভ এবং মঙ্গল হয় ভাইয়ের৷ সংসারে উপচে পড়ে অর্থ, সুখ ও সমৃদ্ধি৷
1/13
আসছে রাখিপূর্ণিমা৷ দাদা বা ভাইয়ের জন্য রাখি কিনুন তাঁদের রাশি অনুযায়ী৷ জ্যোতিষ মতে বিশ্বাস, রাশি অনুযায়ী সেই রঙের রাখি কিনলে শুভ এবং মঙ্গল হয় ভাইয়ের৷ সংসারে উপচে পড়ে অর্থ, সুখ ও সমৃদ্ধি৷
আসছে রাখিপূর্ণিমা৷ দাদা বা ভাইয়ের জন্য রাখি কিনুন তাঁদের রাশি অনুযায়ী৷ জ্যোতিষ মতে বিশ্বাস, রাশি অনুযায়ী সেই রঙের রাখি কিনলে শুভ এবং মঙ্গল হয় ভাইয়ের৷ সংসারে উপচে পড়ে অর্থ, সুখ ও সমৃদ্ধি৷
advertisement
2/13
মেষ রাশির জাতকের বৈশিষ্ট্য আগুনে এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য৷ তাই এই রাশির জাতকের জন্য লাল রঙের রাখি কিনুন৷
মেষ রাশির জাতকের বৈশিষ্ট্য আগুনে এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য৷ তাই এই রাশির জাতকের জন্য লাল রঙের রাখি কিনুন৷
advertisement
3/13
বৃষ রাশির বিশেষত্ব বাস্তববাদী এবং মাটিতে পা রেখে চলা স্বভাব৷ তাই রাখির রং হবে সবুজ৷ নবীনের প্রতীক এই রঙেই জীবনের ভাল লাগা এবং বিশ্বাসযোগ্যতা ফুটে উঠবে তাঁদের কাছে৷
বৃষ রাশির বিশেষত্ব বাস্তববাদী এবং মাটিতে পা রেখে চলা স্বভাব৷ তাই রাখির রং হবে সবুজ৷ নবীনের প্রতীক এই রঙেই জীবনের ভাল লাগা এবং বিশ্বাসযোগ্যতা ফুটে উঠবে তাঁদের কাছে৷
advertisement
4/13
মিথুন রাশির জাতকদের স্বভাবে একাধিক বৈশিষ্ট্য থাকে৷ তাঁদের হুল্লোড়ে ও কৌতূহলী স্বভাবের প্রতীক হল হলুদ রং৷ তাঁদের প্রাণবন্ত আচরণের জন্য আদর্শ হল হলুদ রাখি৷
মিথুন রাশির জাতকদের স্বভাবে একাধিক বৈশিষ্ট্য থাকে৷ তাঁদের হুল্লোড়ে ও কৌতূহলী স্বভাবের প্রতীক হল হলুদ রং৷ তাঁদের প্রাণবন্ত আচরণের জন্য আদর্শ হল হলুদ রাখি৷
advertisement
5/13
কর্কটরাশির জাতকরা মনের দিক থেকে অত্যন্ত আবেগপ্রবণ৷ তাঁরা অন্যের যত্ন নিতে ভালবাসেন৷ তাঁদের মনের বিশুদ্ধতার প্রতীক সাদা রাখি৷
কর্কটরাশির জাতকরা মনের দিক থেকে অত্যন্ত আবেগপ্রবণ৷ তাঁরা অন্যের যত্ন নিতে ভালবাসেন৷ তাঁদের মনের বিশুদ্ধতার প্রতীক সাদা রাখি৷
advertisement
6/13
সিংহ রাশির মধ্যে রাজকীয় ও নেতৃত্বস্থানীয় বিশেষত্ব আছে৷ এই রাশির জাতকদের জন্য কিনুন সোনালি রঙের রাখি৷
সিংহ রাশির মধ্যে রাজকীয় ও নেতৃত্বস্থানীয় বিশেষত্ব আছে৷ এই রাশির জাতকদের জন্য কিনুন সোনালি রঙের রাখি৷
advertisement
7/13
সব কাজ নিখুঁত হওয়া চাই কন্যারাশির জাতক জাতিকাদের কাছে৷ তাঁরা বিশ্লেষণাত্মক৷ নিজেদের কাজও তাঁদের কাছে সেরা হতে হবে৷ এই পারফেকশনিস্টদের জন্য কিনুন নীল রঙের রাখি৷
সব কাজ নিখুঁত হওয়া চাই কন্যারাশির জাতক জাতিকাদের কাছে৷ তাঁরা বিশ্লেষণাত্মক৷ নিজেদের কাজও তাঁদের কাছে সেরা হতে হবে৷ এই পারফেকশনিস্টদের জন্য কিনুন নীল রঙের রাখি৷
advertisement
8/13
ভারসাম্য এবং সুমধুর ব্যক্তিত্বের জন্য বিখ্যাত তুলারাশির জাতকরা৷ তাঁদের কোমল ব্যক্তিত্বের পরিচায়ক হল গোলাপি রং৷ তাঁদের জীবনে শান্তি ও স্থিতাবস্থা রক্ষা করে গোলাপি রাখি৷
ভারসাম্য এবং সুমধুর ব্যক্তিত্বের জন্য বিখ্যাত তুলারাশির জাতকরা৷ তাঁদের কোমল ব্যক্তিত্বের পরিচায়ক হল গোলাপি রং৷ তাঁদের জীবনে শান্তি ও স্থিতাবস্থা রক্ষা করে গোলাপি রাখি৷
advertisement
9/13
বৃশ্চিক রাশির জাতক জাতিকা তীব্র প্যাশনেট৷ তাঁদের গভীরতা ও রহস্যময়তার প্রতীক হল মেরুন রং৷ সেটাই তাঁদের উদযাপনের রং৷ তাঁদের জন্য কিনুন মেরুন রাখি৷
বৃশ্চিক রাশির জাতক জাতিকা তীব্র প্যাশনেট৷ তাঁদের গভীরতা ও রহস্যময়তার প্রতীক হল মেরুন রং৷ সেটাই তাঁদের উদযাপনের রং৷ তাঁদের জন্য কিনুন মেরুন রাখি৷
advertisement
10/13
ধনুরাশির জাতক জাতিকারা বেপরোয়া ও আশাবাদী মনোভাবের৷ তাঁদের সৃজনশীলতা ও বিস্তারিত চিন্তাভাবনার প্রতীক পার্পল রং৷ তাঁদের রাখি হবে পার্পল রঙের৷
ধনুরাশির জাতক জাতিকারা বেপরোয়া ও আশাবাদী মনোভাবের৷ তাঁদের সৃজনশীলতা ও বিস্তারিত চিন্তাভাবনার প্রতীক পার্পল রং৷ তাঁদের রাখি হবে পার্পল রঙের৷
advertisement
11/13
মকররাশির জাতক একইসঙ্গে বাস্তববাদী ও শৃঙ্খলাপরায়ণ৷ তাঁদের স্থিতাবস্থা ও বিশ্বাসযোগ্যতার চিহ্ন হল খয়েরি বা বাদামি৷ তাই রাখি কিনুন এই রঙেরই৷
মকররাশির জাতক একইসঙ্গে বাস্তববাদী ও শৃঙ্খলাপরায়ণ৷ তাঁদের স্থিতাবস্থা ও বিশ্বাসযোগ্যতার চিহ্ন হল খয়েরি বা বাদামি৷ তাই রাখি কিনুন এই রঙেরই৷
advertisement
12/13
ছকভাঙা চিন্তাভাবনা ও সৃষ্টিশীলতার জন্য বিখ্যাত কুম্ভরাশির জাতক জাতিকারা৷ তাঁগের আশাবাদী স্বভাবের প্রতীক হল রুপোলি রং৷ তাই তাঁদের জন্য কিনুন রুপোলি রাখি৷
ছকভাঙা চিন্তাভাবনা ও সৃষ্টিশীলতার জন্য বিখ্যাত কুম্ভরাশির জাতক জাতিকারা৷ তাঁগের আশাবাদী স্বভাবের প্রতীক হল রুপোলি রং৷ তাই তাঁদের জন্য কিনুন রুপোলি রাখি৷
advertisement
13/13
মীনরাশির জাতকরা মনের দিক থেকে স্পর্শকাতর৷ তাঁদের স্বপ্নিল ও চিন্তাবিদ মনের প্রতীক হল সি গ্রিন বা সমুদ্রাভ সবুজ রং৷ তাঁদের গভীর আবেগ ও আপনার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক উদযাপন করতে বেছে নিন সি গ্রিন রঙের রাখি৷
মীনরাশির জাতকরা মনের দিক থেকে স্পর্শকাতর৷ তাঁদের স্বপ্নিল ও চিন্তাবিদ মনের প্রতীক হল সি গ্রিন বা সমুদ্রাভ সবুজ রং৷ তাঁদের গভীর আবেগ ও আপনার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক উদযাপন করতে বেছে নিন সি গ্রিন রঙের রাখি৷
advertisement
advertisement
advertisement