Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণে লক্ষ্মীপুজো...! কখন থেকে নির্জলা উপোস? পুরীর জগন্নাথ মন্দির জারি করল সময়সূচী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Puri Jagannath Temple On Chandra Grahan 2023: জগন্নাথ মন্দির দ্বারা অনুমোদিত পঞ্জিকা অনুসারে, আংশিক চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর সকাল ১.০৪ মিনিট ৫৫ সেকেন্ডে শুরু হবে। ১ ঘণ্টা ১৯ মিনিট এবং ৭ সেকেন্ড ধরে চলতে থাকা এই গ্রহণ শেষ হবে ২.২৪ মিনিট ২ সেকেন্ডে।
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: ২৮-২৯ অক্টোবরের মাঝরাতে দৃশ্যমান হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ এটি। এই আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গেই পুরীর জগন্নাথ মন্দিরে "পাকা ত্যাগ" অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার নিয়ম পালিত হবে। এই সংক্রান্ত সময়সূচী প্রকাশ করেছে জগন্নাথ মন্দির। কোজাগরী লক্ষ্মীপুজোয় নির্জলা উপোস নিয়ে সেবায়েতদের দেওয়া হল বিশেষ পরামর্শ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের দিনই যেহেতু দেশে কুমার পূর্ণিমা রয়েছে, ফলে রাতে ঠিক কখন থেকে পুজো শুরু হবে তা নিয়ে বিভ্রান্ত মানুষ। ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণের জন্য বিকাল থেকে "পাকা ত্যাগ" শুরু হওয়ার ফলে মেয়েরা কী ভাবে একই দিনে কুমার পূর্ণিমা উদযাপন করবেন এবং এই নিয়ে কোনও বিকল্প প্রক্রিয়া আছে কিনা তা নিয়ে সংশয় ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
advertisement
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চন্দ্রগ্রহণের দিনই যেহেতু দেশে কুমার পূর্ণিমা রয়েছে, ফলে রাতে ঠিক কখন থেকে পুজো শুরু হবে তা নিয়ে বিভ্রান্ত মানুষ। ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণের জন্য বিকাল থেকে "পাকা ত্যাগ" শুরু হওয়ার ফলে মেয়েরা কী ভাবে একই দিনে কুমার পূর্ণিমা উদযাপন করবেন এবং এই নিয়ে কোনও বিকল্প প্রক্রিয়া আছে কিনা তা নিয়ে সংশয় ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
advertisement
Puri Jagannath Temple Lunar Eclipse 2023 Timing: চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে লক্ষ্মীপুজোর দিন। আজ ২৮ অক্টোবর মধ্যরাতে বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ২৮ অক্টোবর রাতে (ইংরেজি মতে ২৯ অক্টোবর ১টা ৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে ২টো ২৪ মিনিটে। গ্রহণ চলবে মোট ১ ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত। তবে এবারের চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়। এই চন্দ্রগ্রহণ আংশিক। পরবর্তী চন্দ্রগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। সেটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।