Pulse Rate Age Chart: আপনার 'পালস রেট' ঠিক আছে তো...? 'বয়স' অনুযায়ী পালস রেট 'কত' হলে আপনি ফিট? মিলিয়ে দেখে নিন চার্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pulse Rate Age Chart: সাধারণত শরীরে কোনও সমস্যা দেখা দিলে ডাক্তার দেখাতে গেলেই সবচেয়ে আগে পালস রেট দেখেন চিকিৎসকরা। হাতের কব্জির কাছে নাড়ি ধরে সেই রেট দেখে তবে শুরু হয় চিকিৎসা। জানেন কী পালস রেট এত গুরুত্বপূর্ণ কেন? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের পালস কত থাকা উচিত?
advertisement
advertisement
পালস রেট কী?প্রত্যেক মিনিটে ব্যক্তির হার্ট কত বার বিট করছে, সেটাই মাপা হয় পালস রেটের মাধ্যমে। পালস রেট প্রত্যেকের আলাদা হয়। একজন মানুষের বিশ্রামরত অবস্থায় ও শারীরচর্চার পরেও পালস রেট আলাদা হয়ে থাকে।
শারীরিক কসরতের পরে বা খুব বেশি কাজকর্মের পরে পালস বেড়ে যেতে পারে। সেই রেট দেখে আতঙ্কিত হবেন না। শরীরকে আগে ঠান্ডা হতে দিন। স্বাভাবিক অবস্থায় এসে পালস মাপুন। একইসঙ্গে কোনও শারীরিক সমস্যা থাকলে বা হৃদযন্ত্র জনিত সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই রোজ পালসে নজর রাখা উচিত।
advertisement
advertisement
উডল্যান্ডস নার্সিং হোমের একজন সিনিয়র চিকিত্সক ডাঃ পঞ্চম মৌলিক একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ক্ষুধার্ত হলে, সঠিক যত্ন বা মনোযোগের অভাব হলে, ভাইরাল সংক্রমণের কারণে, উদ্বেগ বা রাগ হলে নাড়ির হার বাড়তে পারে।” তিনি আরও বলেন, "বিশ্রামের সময় পালস রেট ১০ শতাংশ কমে যায়"। উচ্চ রক্তচাপ, বিষন্নতা এবং সম্পূর্ণ হার্ট ব্লকের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধও পালসের হার কমাতে পারে। এই কারণে, অনিয়মিত নাড়ির হার সনাক্ত করার পরে, চিকিৎসকেরা প্রায়ই রোগীদের ইলেক্ট্রো-কার্ডিওগ্রাম (ইসিজি) করার পরামর্শ দেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement