Puja-Interior-2022: পুজোয় ঘর সাজান গাছে গাছে! ছোট হোক বা বড়, সবুজের ছোঁয়ায় বদলে যাবে ঘর!
Bangla Digital Desk
1/ 6
গাছ শুধু ঘরের চেহারা বদলে দেয় এমন নয়। ভাল রাখে মন। ঘরের কোণায় একটু সবুজের ছোঁয়া পাল্টে দেয় গোটা বাড়ির পরিবেশ।
2/ 6
বর্তমানে ছোট ফ্ল্যাটে অনেকেই থাকেন। ভাবছেন তো সেখানে গাছ রাখবেন কী ভাবে? উপায় আছে। শুধু একটু মাথা খাটাতে হবে।
3/ 6
বাড়িতে যেখানে জানলা আছে বা সামান্য ছোট বারান্দা সেখানে সাজিয়ে ফেলুন গাছ দিয়ে।
4/ 6
গাছের সঙ্গে মানানসই এক কালারের পর্দা লাগান। এতে সবুজ আরও বেশি খুলবে।
5/ 6
ঘরের ভিতরে রেখে দিন ছোট্ট একটা গাছ। গোটা ঘরটাই বদলে দেবে এই সবুজের ছোঁয়া।
6/ 6
মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা বাহারি পাতার গাছ লাগান। যদি জায়গা থাকে তবে একটা দোলনাও বসিয়ে দিতে পারেন। ঘর বদলে যাবে মুহূর্তে। এমনকি ঘরের মধ্যে বাহারি প্ল্যান্টার কিনে এভাবেও সাজাতে পারেন। বদলে যাবে ঘর!
Puja-Interior-2022: পুজোয় ঘর সাজান গাছে গাছে! ছোট হোক বা বড়, সবুজের ছোঁয়ায় বদলে যাবে ঘর!
মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা বাহারি পাতার গাছ লাগান। যদি জায়গা থাকে তবে একটা দোলনাও বসিয়ে দিতে পারেন। ঘর বদলে যাবে মুহূর্তে। এমনকি ঘরের মধ্যে বাহারি প্ল্যান্টার কিনে এভাবেও সাজাতে পারেন। বদলে যাবে ঘর!