Pui Saag to cause Uric Acid and Kidney Stone: ডেকে আনে কিডনিতে পাথর, ইউরিক অ্যাসিড থেকে গলস্টোন!আর কী কী অসুখ হয় পুঁইশাকে?কারা খেলে ঝাঁঝরা শরীর? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pui Saag to cause Uric Acid and Kidney Stone:যতই উপকারিতা থাকুক, এই শাকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। অনিয়ন্ত্রিত পুঁইশাক খেলে দেখা দিতে পারে কিছু শারীরিক সমস্যা
বাঙালি হেঁশেলে পুঁইশাকের কদর এবং প্রচলন দীর্ঘ দিনের৷ আমিষ এবং নিরামিষ-নানা ভাবে রকমারি পদে খাওয়া যায় এই শাক৷ স্বাদের পাশাপাশি উপকারিতাও প্রচুর এই শাকের৷
advertisement
রক্ত শোধন করা, মাউথ আলসার সারিয়ে তোলা, অ্যানিমিয়া নিরাময়, পাইলস থেকে মুক্তি-সহ একাধিক উপকারিতা লুকিয়ে ভিটামিন ও খনিজে ভরপুর পুঁইশাকে।
advertisement
কিন্তু যতই উপকারিতা থাকুক, এই শাকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। অনিয়ন্ত্রিত পুঁইশাক খেলে দেখা দিতে পারে কিছু শারীরিক সমস্যা। বলছেন পুষ্টিবিদ রেনিতা ডি’ সুজা।
advertisement
পুঁইশাকে প্রচুর পরিমাণে অক্সালেট আছে। ক্যালসিয়াম এবং আয়রনের সঙ্গে বিক্রিয়া করে অক্সালেট পুষ্টিশোষণে বাধা দেয়।
advertisement
শরীরে অক্সালেট বেড়ে গেলে দেখা দেয় অন্যান্য শারীরিক সমস্যাও। পুঁইশাকের পিউরিন্সের জেরে বাড়তে পারে আর্থ্রাইটিস। ইউরিক অ্যাসিড এবং কিডনি স্টোনের সমস্যা থাকলেও এই শাক এড়িয়ে চলুন।
advertisement
advertisement