Pudina Benefits: ঘরে যে কোনও পাত্রেই বাড়ে এই গাছ, চোঁয়া ঢেকুর-বদহজম থেকে ক্যানসার সবের যম! অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Pudina Benefits: গাছের ভাল বৃদ্ধির জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। তাই গাছের সঙ্গে সেই পাত্রটি এমন জায়গায় রাখতে হবে, যেখানে এটি নিয়মিত সূর্যের আলো পায়।
advertisement
advertisement
advertisement
জেলা উদ্যানপালন আধিকারিক ড. পুনিত কুমার পাঠক জানিয়েছেন যে, কেউ যদি অনেক বছর ধরে পুদিনাকে সবুজ রাখতে চায়, তবে এর বিশেষ যত্ন নিতে হবে। ভাল নিষ্কাশন পদ্ধতিযুক্ত পাত্র এবং জৈব পদার্থ যুক্ত মাটিতে পুদিনা ভাল জন্মে। পুদিনা ৬ থেকে ৭-এর মধ্যে pH মাত্রায় দ্রুত বৃদ্ধি পায়। জৈব পদার্থবিহীন মাটি এই গাছের বৃদ্ধিতে বাধা দেয়। আবার যে কোনও পাত্রেও পুদিনা লাগানো যায়।
advertisement
পুদিনা গাছের জন্য তাপমাত্রা, আলো এবং সেচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুদিনা গাছ আর্দ্র মাটিতে দ্রুত বৃদ্ধি পায়। আর্দ্রতা বজায় রাখার জন্য, পাত্রে জল দিতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ বার জল দিতে হবে। খেয়াল রাখতে হবে যে, পাত্রে গাছের গোড়ার কাছে যেন জল জমে না থাকে। অতিরিক্ত আর্দ্রতার কারণে গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। পোকামাকড়ও এই উদ্ভিদকে প্রভাবিত করতে পারে।
advertisement
advertisement
advertisement