Propose Day 2024: সঙ্গীকে প্রেম নিবেদন করবেন? মাথায় রাখবেন, এই ৫ ভুল করলে কিন্তু সম্পর্ক শেষ

Last Updated:
Propose Day 2024: সঙ্গীকে প্রেম নিবেদন করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন। এই ৫টা ভুল করলে কিন্তু হীতে বিপরীত হবে
1/7
ভ্যালেনটাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে। একে অন্যকে প্রেম-প্রস্তাব দেওয়ার দিন। তবে প্রেমিক বা প্রেমিকাকে প্রপোজ করাটা সহজ কাজ নয় মোটেই। অনেক কিছু মাথায় রাখতে হয়। একটু এদিক ওদিক হলেই ধাক্কা লাগতে পারে সামনের জনের মনে। তাই সাবধান।
ভ্যালেনটাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে। একে অন্যকে প্রেম-প্রস্তাব দেওয়ার দিন। তবে প্রেমিক বা প্রেমিকাকে প্রপোজ করাটা সহজ কাজ নয় মোটেই। অনেক কিছু মাথায় রাখতে হয়। একটু এদিক ওদিক হলেই ধাক্কা লাগতে পারে সামনের জনের মনে। তাই সাবধান।
advertisement
2/7
সাইকোলজিস্টরা বলেন, প্রপোজের অর্থ আনুষ্ঠানিকভাবে বিয়ের মত চাওয়া। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। যুগলে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। সম্পর্কের বাঁধুনির চূড়ান্ত পর্যায় এটাই। প্রপোজ ডে তাই উত্তেজনার দিন। এদিন মন ভাঙে, মন গড়ে।
সাইকোলজিস্টরা বলেন, প্রপোজের অর্থ আনুষ্ঠানিকভাবে বিয়ের মত চাওয়া। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। যুগলে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। সম্পর্কের বাঁধুনির চূড়ান্ত পর্যায় এটাই। প্রপোজ ডে তাই উত্তেজনার দিন। এদিন মন ভাঙে, মন গড়ে।
advertisement
3/7
সঙ্গী লাজুক হলে ভিড় এড়িয়ে যাওয়াই ভাল: সঙ্গী লাজুক হলে হাটের মাঝে প্রপোজ না করাই উচিত। ভিড়ের মধ্যে তার অস্বস্তি হতে পারে। এক্ষেত্রে অন্তরঙ্গতা বজায় রাখা জরুরি। আবেগের খেয়াল রাখলে সঙ্গীও বুঝবে, প্রেমিক বা প্রেমিকা তাকে কতটা বোঝে। তার ভাল মন্দের কতটা খেয়াল রাখে।
সঙ্গী লাজুক হলে ভিড় এড়িয়ে যাওয়াই ভাল: সঙ্গী লাজুক হলে হাটের মাঝে প্রপোজ না করাই উচিত। ভিড়ের মধ্যে তার অস্বস্তি হতে পারে। এক্ষেত্রে অন্তরঙ্গতা বজায় রাখা জরুরি। আবেগের খেয়াল রাখলে সঙ্গীও বুঝবে, প্রেমিক বা প্রেমিকা তাকে কতটা বোঝে। তার ভাল মন্দের কতটা খেয়াল রাখে।
advertisement
4/7
শোম্যানশিপ পছন্দ না কি নয়: সঙ্গী যদি শোম্যানশিপ পছন্দ করে, তাহলে ঠিক আছে। ভিড় লোকাল ট্রেনে কিংবা ফ্ল্যাশ মব ভাড়া করে প্রপোজ করা যায়। আর যদি পছন্দ না হয়, তাহলে বিষয়টা অন্তরঙ্গ রাখাই উচিত। এতে ব্যক্তিগত মুহূর্তগুলো উপভোগ করা যাবে।।
শোম্যানশিপ পছন্দ না কি নয়: সঙ্গী যদি শোম্যানশিপ পছন্দ করে, তাহলে ঠিক আছে। ভিড় লোকাল ট্রেনে কিংবা ফ্ল্যাশ মব ভাড়া করে প্রপোজ করা যায়। আর যদি পছন্দ না হয়, তাহলে বিষয়টা অন্তরঙ্গ রাখাই উচিত। এতে ব্যক্তিগত মুহূর্তগুলো উপভোগ করা যাবে।।
advertisement
5/7
অনুমানের ভিত্তিতে নয়: ব্যর্থ প্রেম ফিরে পাওয়ার আশায় প্রপোজ করাটা কাজের কথা নয়। এটাও ভাবা ঠিক নয় যে প্রেমিক বা প্রেমিকা কিছু না ভেবেই প্রস্তাবে রাজি হয়ে যাবে। তাই প্রপোজ করার আগে ‘হোমওয়ার্ক’ জরুরি। নাহলে দিনটা অশান্তিতে কাটবে।
অনুমানের ভিত্তিতে নয়: ব্যর্থ প্রেম ফিরে পাওয়ার আশায় প্রপোজ করাটা কাজের কথা নয়। এটাও ভাবা ঠিক নয় যে প্রেমিক বা প্রেমিকা কিছু না ভেবেই প্রস্তাবে রাজি হয়ে যাবে। তাই প্রপোজ করার আগে ‘হোমওয়ার্ক’ জরুরি। নাহলে দিনটা অশান্তিতে কাটবে।
advertisement
6/7
জীবন ইনস্টাগ্রামের পোস্ট নয়: অতিরিক্ত চমকে ব্যক্তিগত অনুভূতিগুলো হারিয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে, জীবন ইনস্টাগ্রামের পোস্ট নয়। প্রপোজ ডে-তে প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে আগে আলোচনা করে নেওয়া ভাল।
জীবন ইনস্টাগ্রামের পোস্ট নয়: অতিরিক্ত চমকে ব্যক্তিগত অনুভূতিগুলো হারিয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে, জীবন ইনস্টাগ্রামের পোস্ট নয়। প্রপোজ ডে-তে প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে আগে আলোচনা করে নেওয়া ভাল।
advertisement
7/7
কিছু লুকিয়ে যাওয়া ঠিক নয়: সম্পর্ক খোলা পাতার মতো হওয়া উচিত। কোনও কিছু লুকিয়ে যাওয়া ঠিক নয়। পরে জানতে পারলে সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল হবে। তাই কোনও বিষয় থাকলে, আগেই সেটা নিয়ে আলোচনা করে নেওয়া ভাল।
কিছু লুকিয়ে যাওয়া ঠিক নয়: সম্পর্ক খোলা পাতার মতো হওয়া উচিত। কোনও কিছু লুকিয়ে যাওয়া ঠিক নয়। পরে জানতে পারলে সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল হবে। তাই কোনও বিষয় থাকলে, আগেই সেটা নিয়ে আলোচনা করে নেওয়া ভাল।
advertisement
advertisement
advertisement