আলু শুধু খাবেন কেন, গালেও ঘষুন! ফল পাবেন হাতেনাতে

Last Updated:
দীপাবলিতে ঘরের আঁধার কাটুক আলোয় আর ত্বক থেকেও অন্ধকার দূর হোক ঘরোয়া এই ফেসপ্যাকের হাত ধরে।
1/7
আজকাল পিগমেন্টেশন খুব সাধারণ সমস্যা। বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়। রোদের সংস্পর্শে ত্বকে ট্যান পড়ে। সঙ্গে উড়ে এসে জুড়ে বসে পিগমেন্টেশন। এ থেকে মুক্তি পেতে অনেকেই নামিদামি পণ্য ব্যবহার করেন। স্কিন ট্রিটমেন্টও করান। জলের মতো টাকা খরচ হয়। কিন্তু কাজ কতটা হয় সেটা বলাই বাহুল্য।
আজকাল পিগমেন্টেশন খুব সাধারণ সমস্যা। বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়। রোদের সংস্পর্শে ত্বকে ট্যান পড়ে। সঙ্গে উড়ে এসে জুড়ে বসে পিগমেন্টেশন। এ থেকে মুক্তি পেতে অনেকেই নামিদামি পণ্য ব্যবহার করেন। স্কিন ট্রিটমেন্টও করান। জলের মতো টাকা খরচ হয়। কিন্তু কাজ কতটা হয় সেটা বলাই বাহুল্য।
advertisement
2/7
মুখে পিগমেন্টেশনের সমস্যা থাকলে নামিদামি পণ্য আদতে কোনও কাজে তো আসেই না, উল্টে বিশ্রী লাগে। তবে রান্নাঘরেই মেলে এমন কয়েকটা উপাদান দিয়ে সহজেই মুখের পিগমেন্টেশন সারিয়ে তোলা যায়। দেখে নেওয়া যাক সেগুলো। দীপাবলিতে ঘরের আঁধার কাটুক আলোয় আর ত্বক থেকেও অন্ধকার দূর হোক ঘরোয়া এই ফেসপ্যাকের হাত ধরে।
মুখে পিগমেন্টেশনের সমস্যা থাকলে নামিদামি পণ্য আদতে কোনও কাজে তো আসেই না, উল্টে বিশ্রী লাগে। তবে রান্নাঘরেই মেলে এমন কয়েকটা উপাদান দিয়ে সহজেই মুখের পিগমেন্টেশন সারিয়ে তোলা যায়। দেখে নেওয়া যাক সেগুলো। দীপাবলিতে ঘরের আঁধার কাটুক আলোয় আর ত্বক থেকেও অন্ধকার দূর হোক ঘরোয়া এই ফেসপ্যাকের হাত ধরে।
advertisement
3/7
আলু আর দইয়ের ফেস প্যাক অব্যর্থ: এই ফেস প্যাক তৈরি করতে লাগবে দুটো আলু এবং ৩ থেকে ৪ চামচ দই। এই দুটি উপাদান মিশিয়েই পিগমেন্টেশনের অব্যর্থ ওষুধ তৈরি হবে। এবার প্রথমে দুটি আলু মিক্সিতে পিষে নিতে হবে। এরপর তাতে দিতে হবে ৩ থেকে ৪ চামচ দই। এবার সব কটা উপাদান ভাল করে মিশিয়ে মুখে লাগাতে হবে।
আলু আর দইয়ের ফেস প্যাক অব্যর্থ: এই ফেস প্যাক তৈরি করতে লাগবে দুটো আলু এবং ৩ থেকে ৪ চামচ দই। এই দুটি উপাদান মিশিয়েই পিগমেন্টেশনের অব্যর্থ ওষুধ তৈরি হবে। এবার প্রথমে দুটি আলু মিক্সিতে পিষে নিতে হবে। এরপর তাতে দিতে হবে ৩ থেকে ৪ চামচ দই। এবার সব কটা উপাদান ভাল করে মিশিয়ে মুখে লাগাতে হবে।
advertisement
4/7
মাথায় রাখতে হবে, ফেসপ্যাক লাগানোর আগে মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে। লাগানোর পর অপেক্ষা করতে হবে কমপক্ষে ২০ মিনিট। তারপর তুলো দিয়ে মুখ পরিস্কার করে নিতে হবে। সপ্তাহে অন্তত ৩ বার এই ফেসপ্যাক লাগালে হাতেনাতে ফল মিলবে। এটা নিয়মিত ব্যবহার করলে মুখের পিগমেন্টেশন কমবে। সঙ্গে ত্বক হবে উজ্জ্বল।
মাথায় রাখতে হবে, ফেসপ্যাক লাগানোর আগে মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে। লাগানোর পর অপেক্ষা করতে হবে কমপক্ষে ২০ মিনিট। তারপর তুলো দিয়ে মুখ পরিস্কার করে নিতে হবে। সপ্তাহে অন্তত ৩ বার এই ফেসপ্যাক লাগালে হাতেনাতে ফল মিলবে। এটা নিয়মিত ব্যবহার করলে মুখের পিগমেন্টেশন কমবে। সঙ্গে ত্বক হবে উজ্জ্বল।
advertisement
5/7
আলু ও দইয়ের উপকারিতা: আলুতে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। এতে উপস্থিত ভিটামিন-সি ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। দই ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে থাকা উপাদান ত্বকের পিগমেন্টেশন কমাতে খুবই উপকারী বলে প্রমাণিত।
আলু ও দইয়ের উপকারিতা: আলুতে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। এতে উপস্থিত ভিটামিন-সি ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। দই ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে থাকা উপাদান ত্বকের পিগমেন্টেশন কমাতে খুবই উপকারী বলে প্রমাণিত।
advertisement
6/7
এছাড়াও, দইয়ে উপস্থিত প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়ামের মতো উপাদান মুখের ত্বকের পুষ্টি জোগাতে অত্যন্ত কার্যকরী। এছাড়া মুখের ছিদ্রে থাকা যে কোনও ধরনের ময়লাও পরিষ্কার করে দেয় এই ফেস প্যাক।
এছাড়াও, দইয়ে উপস্থিত প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়ামের মতো উপাদান মুখের ত্বকের পুষ্টি জোগাতে অত্যন্ত কার্যকরী। এছাড়া মুখের ছিদ্রে থাকা যে কোনও ধরনের ময়লাও পরিষ্কার করে দেয় এই ফেস প্যাক।
advertisement
7/7
মাথায় রাখতে হবে, এই ফেস প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট ব্যবহার করা জরুরি। আর সংবেদনশীল ত্বক হলে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনও ধরনেরই ফেস প্যাক ব্যবহার করা উচিত নয়।
মাথায় রাখতে হবে, এই ফেস প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট ব্যবহার করা জরুরি। আর সংবেদনশীল ত্বক হলে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনও ধরনেরই ফেস প্যাক ব্যবহার করা উচিত নয়।
advertisement
advertisement
advertisement